রাজ্যের খবর
Trending

জলের তলায় বিঘার পর বিঘা ধান জমি, মাথায় হাত পূর্ব বর্ধমানের চাষিদের

The Farmers of East Burdwan Are Suffering Due to Premature Rain

The Truth Of Bengal: পাকা ধানে মই দিল অসময়ে বৃষ্টি। নিম্নচাপের জেরে বৃষ্টিতে সোনার ফসলের করুন অবস্থা দেখে মাথায় হাত দক্ষিণ দামোদরের চাষীদের। বিঘার পর বিঘা ধান জমি এখন জলের তলায়। এমনই চিত্র ধরা পরল পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের সেহারা অঞ্চলের বেঁন্দুয়া গ্রামে। সুগন্ধি ধান চাষে খ্যাত এই দক্ষিণ দামোদর এলাকা। পাশাপাশি অন্য প্রজাতিরও ধান চাষ হয় এই এলাকায়। কৃষি নির্ভর এলাকার সিংহভাগ মানুষের রুটিরুজি চলে এই কৃষিকাজ থেকেই।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি পড়ছে। শুক্রবারেও একই পরিস্থিতি কখনো আবার ভারী বৃষ্টি। ফসল তোলার মরশুমে মাথায় হাত চাষিদের। বৃষ্টির কারণ জল দাঁড়িয়ে গিয়েছে ধানের জমিতে। মাঠ থেকে এখনও ঘরে ধান তুলতে পারেনি চাষিরা সেহারা অঞ্চলের বেঁন্দুয়া গ্রামের কৃষকরা। প্রথমে শোষক পোকার আক্রমণ তার ওপর এবার এই অসময়ের বৃষ্টি, সারা বছর কিভাবে সংসার চলবে সেই নিয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না কৃষকরা। তাই আপাতত সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছেন বলে জানান দেবু দাস নামক এক কৃষক।

বেশিরভাগ কৃষক ধান কাটার পর জমিতেই স্তুপ করে ধানের আঁটি জমা করে রেখেছেন। কিন্তু সেই ধানেও জল পেয়ে গিয়েছে। ফলে ধান ঝেড়ে নিতে পারছেন না। ফলে আশাহত চাষীরা।অকাল বৃষ্টিতে মাথায় হাত ধান ও আলু চাষিদের।

Free Access

Related Articles