রাজ্যের খবর

দেয়াল চাপা পড়ে মৃত্যুর পর জয়নগর এলাকার শতাধিক মাটির বাড়ির পরিবার আতঙ্কে

The families of hundreds of mud houses in Jayanagar area are in fear after the wall collapsed

The Truth Of Bengal: জয়নগরে দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে প্রতিবেশীর। অন্যান্য মাটির বাড়ির বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। গত এক তারিখ থেকে লাগাতার বৃষ্টির পর গতকাল বৃষ্টি বন্ধ থাকলেও, আজ সকাল থেকে আবারো ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। এলাকার বেশিরভাগ মাটির রাস্তা জলে ডুবেছে। প্রতিদিনই এক হাঁটু জল এর মধ্য দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীর। এই কদিনের ভরা কোটালের নিম্নচাপের ফলে ক্রমাগত বৃষ্টির জেরে মাটির দেওয়াল ও চাল খসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে,পরিবারের চারজন সদস্য আহত।অন্যদিকে পাশের ব্লক কেনিংয়ে দেয়ালচাপা পোড়ে মৃত্যু হয়েছে একই দম্পতির দুই শিশুর।

এই ঘটনায় জয়নগর ২ নম্বর ব্লকের বেলেদুর্গানগর পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে বেশিরভাগ মাটির বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রাতের ঘুম চলে গিয়েছে তাঁদের। বারংবার প্রশাসনের সব স্তরে আবেদন করে আবাস যোজনায় পাকা ঘর না মেলায় ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। এই পূর্ব রঘুনাথপুর গ্রামে এখনও প্রায় ১০১টির মত মাটির বাড়ি আছে। এলাকার বাসিন্দারা বলেন, আমাদের গ্রামে একই পরিবারে ছজন আহত হয়েছে, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, পাশাপাশি দুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যার জেরে আমাদের গ্রামের আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। আমাদেরও মাটির বাড়িতে থাকতে হয়। বৃষ্টির জেরে দেওয়াল আলগা হয়ে যাচ্ছে।

এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে দরবার করলেও ঘর মেলেনি। এভাবেই আবারো যাতে এই ধরনের দুর্ঘটনা আর যাতে না ঘটে তাই প্রশাসনের কাছে অনুরোধ আমাদের এলাকার এই গ্রামে যে সমস্ত মাটির বাড়িগুলি আছে সেগুলি যাতে পাকা বাড়ি করে দেয়ার ব্যবস্থা করেন তাহলে অনেকটাই উপকৃত হব। কারন আমাদের এই গ্রামে বেশিরভাগ মানুষ দিন আনা দিন খাওয়ার উপরেই নির্ভরশীল।তার উপরে নিজস্ব ঘর বানানোর সেই আয় আমাদের মধ্যে নেই। তাই সরকারি সাহায্যে যদি আমাদের এই মাটির বাড়িগুলি পাকা বাড়ি করে দেয় তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

Related Articles