রাজ্যের খবর

১০০দিনের কাজের বেনিয়মের অভিযোগে একাধিক জায়গায় হানা ইডির

The ED was attacked at several places on the complaint of 100-day work ban

The Truth of Bengal: ১০০দিনের কাজের বেনিয়মের অভিযোগ পেয়ে এবার একাধিক জায়গায়  হানা দিল ইডি। সঞ্চয়ন পান নামে ওই আধিকারিকের মুর্শিদাবাদের বিষ্ণুপুরের ফ্ল্যাটে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। একসময় সঞ্চয়ন পান  ধনেখালির বিডিও ছিলেন।মঙ্গলবার চন্দননগর ও ঝাড়গ্রামেও তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরটের কর্তারা।ধারাবাহিক তল্লাশির মাধ্যমে ১০০দিনের কাজের দুর্নীতির কিনারা করা হচ্ছে বলে ইডি-র কর্তারা জানিয়েছেন।

১০০দিনের কাজের বেনিয়ম হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে।সেই বেনিয়মের কিনারা করতেই মঙ্গলবার ধারাবাহিক অভিযান চালায়।৪জেলার ৬জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। সল্টলেক, মুর্শিদাবাদের বহরমপুর, হুগলির ধনেখালি,চন্দননগর, ঝাড়গ্রাম সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারীরা। জানা গিয়েছে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে হুগলির ধনেখালি ও মুর্শিদাবাদের বেলডাঙায় মোট ৫টি এফআইআর দায়ের হয়। এফআইআরগুলিতে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়। ২ ধরণের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, ভুয়ো জব কার্ড তৈরি করে অনেকের কাছে টাকা পাঠানো হয়েছে। এমনকি ভুয়ো বিল তৈরি করে  তার মাধ্যমে টাকা তুলে নেওয়ারও অভিযোগ মিলেছে।তাই এই সমস্ত কিছুর কিনারা করতে কেন্দ্রীয় তদন্ত একযোগে হানা দেয়।মুর্শিদাবাদের বিষ্ণুপুরে প্রথমে হানা দেন ইডির কর্তারা। সঞ্চয়ন পান নামে ওই আধিকারিকের মুর্শিদাবাদের বিষ্ণুপুরে ফ্ল্যাট রয়েছে।সেই ফ্ল্যাটে যান তদন্তকারী আধিকারিকরা।সঞ্চয়ন পানকে জেরা করা হয়।

ধনেখালির মতোই চন্দননগরেও হানা দেয় ইডির কর্তারা। হরিদ্রাডাঙ্গা এলাকায়  নির্মাণ সহায়ক সন্দীপ সাধুখাঁর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সন্দীপ সাধুখাঁ আগে ধনিয়াখলীর বেলমুরি গ্রাম পঞ্চায়েতে নির্মান সহায়ক ছিলেন। তবে বর্তমানে তিনি খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতে নির্মান সহায়ক পদে রয়েছেন। সোমবার সকাল থেকেই জেলায় ঘুরতে থাকে ইডি আধিকারিকরা। প্রথমে হানা দেয় চুঁচুড়ার ময়নাডাঙ্গা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে।  তবে সেই হানাদারি নিয়ে ইডির ভ্রান্তি ধরা পড়ে। ব্যবসায়ীর নাম সন্দীপ সাধুখাঁ হওয়ায় ভুল করে সেই ব্যবসায়ীর বাড়িতে চলে যায়   ইডি কর্তারা। এরপর সেই বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ঘুরিয়ে চলে যায় খাদিনা মোড়ে। চন্দননগর ও ঝাড়গ্রামে ও লাগাতার তল্লাশি চালানো হয়।  ঝাড়গ্রামের এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে অভিযান চালান ইডি কর্তারা। সূত্রের খবর, জাতিগত শংসাপত্র নিয়ে জালিয়াতিকাণ্ডে চালানো হয় এই তল্লাশি। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি টিম বাছুরডোবায় ওই আধিকারিকের বাড়িতে হাজির হয়।ধারাবাহিক তল্লাশির মাধ্যমে বেশ কিছু নথিপত্র উদ্ধার রয়েছে বলে জানা গেছে ইডির তরফে।

Related Articles