শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে
The discovery of the worker's hanging body sparks excitement throughout the area

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস বাঁকুড়া: শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। এমনই ঘটনা ঘটে, বাঁকুড়া সদর থানা এলাকার ইটভাটা কেলেবেলা গ্রামে। সূত্র মারফত জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সন্দীপ পাল (৫২)। রবিবার সকালে স্থানীয় গন্ধেশ্বরী নদী তীরে একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার পরই ওই এলাকাজুড়ে শোরগোল পরে যায়।
এরপর এই দেখে এলাকাবাসী ও পরিবারের তরফে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে সাথে সাথে এলাকায় পুলিশ এসে পৌঁছায়। তারা এসে ঘটনাস্থলে ঘটনার তদন্ত শুরু করে। এরপর তারা এলাকাবাসী ও পরিবারের সাথে কথা বলেন।
পরিবার সহ গ্রামবাসীরা দাবি করেন, এটি আত্মহত্যার ঘটনা নয় বরং, পরিকল্পিতভাবে সন্দীপ পালকে ‘খুন’ করা হয়েছে। এই অবস্থায় গ্রামবাসীদের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে এমনটাই খবর মিলেছে।