রাজ্যের খবর
Trending

বাড়লো বকেয়া কর আদায়ের সময়সীমা, খুশি বাস সংগঠনগুলি

The deadline for collecting tax dues has been extended

The Truth Of Bengal : পরিবহন দফতরের তরফে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গাড়ির বকেয়া আদায়ের বড় মাপের ছাড় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল বকেয়া রোড ট্যাক্স, পারমিট এবং সার্টিফিকেট অফ ফিটনেস পুনর্নবীকরণের ক্ষেত্রে জরিমানা মওকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাস গাড়ির মালিকেরা ছাড় পাবেন। মঙ্গলবার ফের আরেকবার বিজ্ঞপ্তি জারি করে সেই ছাড়ের সময়সীমা আরো একমাস বৃদ্ধি করা হলো। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত গাড়ির মালিকেরা এই বকেয়া কর আদায় ছাড় পাবেন।

এই ছাড়ের সময়সীমা পরিবহন দপ্তর এর তরফে দেওয়া হয়েছিল ২৯ তারিখ পর্যন্ত। কিন্তু বেসরকারি বাস সংগঠনগুলি সময়সীমা বৃদ্ধির দাবি আগেই জানিয়ে আসছিল। ফলো তো সময়সীমা বেড়ে যাওয়ার খবরে খুশি পরিবহন সংগঠনগুলি।সম্প্রতি পরিবহন সচিব সৌমিত্র মোহনের কাছে এই সম্পূর্ণ বিষয় সংক্রান্ত একটি দাবী পত্র পেশ করেছিলেন পাঁচটি বেসরকারি পরিবহন সংগঠনের সম্মিলিত মঞ্চ জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরস। দাবি পত্রে পরিবহন দপ্তরের ঘোষিত বিবার স্কিমের সময়সীমা আরও তিন মাস বৃদ্ধির আবেদন করা হয়েছিল। তাদের সেই দাবি মেনে নেয় পরিবহন দফতর। দাবি মেনে নেওয়ায় পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়েছে বেসরকারি পরিবহন সংগঠনগুলি।

প্রসঙ্গত পহেলা জানুয়ারি থেকে পরিবহন দপ্তরে চালু হয়েছিল এই ওয়েভার স্কিম। এই নতুন স্কিম অনুযায়ী গত বছর ৩১শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া কর্মিটানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন গাড়ির মালিকেরা। ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে ২৯ শে ফেব্রুয়ারি মধ্যে বকেয়া মিটিয়ে দিলে জরিমানার উপর ছাড় মিলবে বলে ঘোষণা করা হয়েছে। ১০০ শতাংশ জরিমানা মুক্ত করা হবে যদি ১ থেকে ৩০ জানুয়ারির মধ্যে বকেয়া সিএফ এবং পারমিট ফি মিটিয়ে দেওয়া হয়। তবে নতুন বছরে ৩১ শে জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দুই খাতের বকেয়া মেটালে অবশ্যই ১০০% ছাড় মিলবে না। সেক্ষেত্রে জরিমানা আশি শতাংশ মুকুব করা হবে। পরিবহন সংগঠনগুলির দাবি মেনেই সময় সীমা ২৯ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে।

 

FREE ACCESS

Related Articles