শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত জওয়ানকে জেল হেফাজতের নির্দেশ আদালতের
The court ordered the jail custody of the jawan accused of molestation

The Truth Of Bengal : আলিপুরদুয়ার : প্রকাশ মন্ডল:- মহিলার শ্লীলতা হানির অভিযোগে আলিপুরদুয়ারে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে জেল হেফাজতের নির্দেশ।
শুক্রবার অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুরদুয়ার আদালতের বিচারক। গতকাল আলিপুরদুয়ার পৌরসভার ১২ নং ওয়ার্ড আলিপুরদুয়ার বয়েজ হাই স্কুলে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান এলাকার এক দোকানে কেনাকাটা করতে গিয়ে এলাকার এক গৃহবধূর শরীরের স্পর্শ কাতর জায়গায় হাত দেয় বলে অভিযোগ। গৃহবধূর স্বামী ঘটনা জানতে পেরে তাকে এবং পাড়া পড়শিদের নিয়ে আলিপুরদুয়ার থানার পুলিশের দ্বারস্থ হয়। তদন্তে নেমে আলিপুরদুয়ার বয়েজ হাই স্কুল থেকে BSF-র জওয়ান ASI সোনা রাম নামে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত BSF জওয়ানকে এদিন 354A ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ। আদালতে পেশ করলে আলিপুরদুয়ার আদালতের বিচারক অভিযুক্তকে ৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন।