রাজ্যের খবর

ভাঙা হল বিশ্বভারতীর বিতর্কিত ফলক, বসলো রবি ঠাকুরের নাম…

The Controversial Plaque of Visva Bharati Is Broken

The Truth Of Bengal: অবশেষে বিশ্বভারতীতে বিতর্কিত ফলক গুলি ভেঙে ফেলা হল। বিশ্বভারতী কে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার পর যে ফলক লাগানো হয়েছিল সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লেখা ছিল না তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এরপর লাগাতার অবস্থান-বিক্ষোভ আন্দোলনের জেরে এবার ওই ফলক গুলি ভেঙে ফেলা হল।

বিতর্কিত ফলক দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ আগেই দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেই নির্দেশের তিন সপ্তাহের বেশি সময় ধরে ছিল বিতর্কিত ফলকগুলি৷ যা নিয়ে নির্বিকার থাকতেও দেখা যায় বিশ্বভারতী কর্তৃপক্ষকে।

বুধবার  সেই ফলক গুলিকে ভেঙে ফেলা হল। বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন সঞ্জয়কুমার মল্লিক। নতুন দায়িত্ব পাওয়ার পরই শিক্ষামন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। সেই চিঠি খতিয়ে দেখে দ্রুত ওই ফলক পরিবর্তন করার নির্দেশ আসে শিক্ষামন্ত্রকের তরফে। বুধবার সেখানে নতুন ফলক লাগানো হয়েছে। যেখানে রয়েছে রবি ঠাকুরের নাম।

Free Access

Related Articles