রাজ্যের খবর
বানারহাটে বৃদ্ধার বাড়িতে মুখ্যমন্ত্রী সঙ্গে খেলেন চা
Chief Minister had tea with the old lady

The Truth of Bengal: জেলা সফরে গিয়ে জনসংযোগকেই সবচেয়ে গুরুত্ব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গে কয়েকদিনের কর্মসূচিতেও সেই কাজই করে চলেছেন তিনি।
রবিবার জলপাইগুড়ির বানারহাট পৌঁছেই রাস্তায় বেরন মুখ্যমন্ত্রী। বড়দের শীতবস্ত্র, ছোটদের হাতে উপহার তুলে দেন। এর পরই রাস্তার ধারে এক বাড়িতে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী।
বয়স্কা মহিলাকে দেখে বলে ওঠেন – ‘আপনি তো মায়ের মতো’। সেই বাড়িতে ঢুকে চা খান মমতা। ঘরের খাটে বসে সকলের সঙ্গে জমিয়ে গল্প করেন। বাড়ির মেয়ে-বউরা মুখ্যমন্ত্রীকে এভাবে আপনজনের মতো কাছে পেয়ে আপ্লুত মহিলা।