কলকাতারাজ্যের খবর

নবান্নে বিকাল ৫ টায় আলোচনার ডাক মুখ্যমন্ত্রীর

The chief minister called for discussion at 5 pm in Navanna

Truth Of Bengal: জুনিয়র ডাক্তারদের ফের আহ্বান। আজ নবান্নতে আহ্বান করা হল জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিবের চিঠি জুনিয়ার ডাক্তারদের।

  • নবান্নে বিকাল ৫ টায় আলোচনার ডাক
  • বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী, জানালেন মুখ্যসচিব
  • বিকাল ৪.৪৫ এর মধ্যে নবান্নে উপস্থিত থাকার অনুরোধ
  • ১৫ জনকে ডাকা হয়েছে বৈঠকে
  • জুনিয়র ডাক্তারদের ফের ই-মেল নবান্নের তরফে
  • ১৫ জনের বেশি প্রতিনিধি দলে থাকতে পারবেন না
  • আজ দুপুরে আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের ফের মেল নবান্নের তরফে

প্রসঙ্গত, বুধবার বিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা সরকারের সঙ্গে বৈঠকের জন্য চারটি শর্ত দিয়েছিলেন।

  1. অন্তত ৩০ জনের প্রতিনিধিদল।
  2. বৈঠকের লাইভ টেলিকাস্ট।
  3. তাঁদের পাঁচ দফা দাবিতেই কেবল আলোচনা।
  4. বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে।

সন্ধ্যা ৬টায় আন্দোলনকারীদের নবান্নে বৈঠকে আসতে বলা হয়েছিল।  কিন্তু শর্ত-সহ ইমেলের কোনও জবাব না পাওয়ায়, নবান্নের ডাকে সাড়া দেননি আন্দোলনকারীরা। অপেক্ষার পর অবশেষে সন্ধ্যা ৭টা নাগাদ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনও রকম শর্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে ন। তাঁরা চাইছেন শর্তকে দূরে সরিয়ে রেখে খোলা মনে আলোচনা করতে। এদিকে আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড়। বুধবার প্রথমে সন্ধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠক শেষে এবং রাতে ফের এক বার আরও স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।

Related Articles