কালীঘাটে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর
The chief minister called for a meeting of junior doctors in Kalighat

Truth Of Bengal :
- জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্য সচিবের
- এই জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাক মুখ্যমন্ত্রীর
- বিকেল পাঁচটায় কালীঘাটে বৈঠকের ডাক
- মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই বৈঠকের ডাক জুনিয়র ডাক্তারদের
- আজ ফির জুনিয়ার ডাক্তারদের বৈঠকের ডাক
- কোন ভিডিও ফটোগ্রাফি হবে না, কোন সরাসরি সম্প্রচার হবে না, রাজ্য সরকারের চিঠিতে উল্লেখ
- “এটাই শেষ চেষ্টা” মুখ্যসচিবের দেওয়া চিঠিতে উল্লেখ।
কালীঘাটে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর pic.twitter.com/ABmyRitenV
— TOB DIGITAL (@DigitalTob) September 16, 2024
ইমেলে বলা হয়েছে, ‘‘গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষতম চেষ্টা। খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের সই থাকবে।’’
ইমেলে আরও বলা হয়েছে, ‘‘সোমবার বিকাল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, তাঁদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে।’’