রাজ্যের খবর
Trending

লোকসভা নির্বাচনের প্রস্তুতি, রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

The Chief Electoral Officer of the State will sit in a meeting with the District Magistrate and Superintendents of Police

The Truth Of Bengal : মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, জামিন অযোগ্য গ্রেফতারিকে শূন্য করার নির্দেশ । নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কি অবস্থায় রয়েছে তা নিয়েই শনিবার রাজ্যের সব জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

কমিশন সূত্রে খবর, লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামীকাল ফের বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা বলে কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্য কমিশনের ফুল বেঞ্চ আসার আগে দফায় দফায় রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আগামীকালের ভার্চুয়াল বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দিল্লিকে ব্যাখ্যা দেবে মুখ্য নির্বাচনী আধিকারিকের  দফতর। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আগে জামিন অযোগ্য গ্রেফতারিকে  শূন্য করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

 

FREE ACCESS

Related Articles