রাজনীতিরাজ্যের খবর

রানীগঞ্জে মঙ্গলপুর এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তির দেহ উদ্ধার , চাঞ্চল্য এলাকায়

The body of an unidentified person was recovered from Mangalpur area in Raniganj, Chanchalya area

 The Trurh Of Bengal,রানীগঞ্জ : রানীগঞ্জে মঙ্গলপুর এলাকা থেকে  এক অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তির দেহ উদ্ধার । স্থানীয় বাসিন্দারা জানান , রবিবার সকালে মঙ্গলপুরের মালা তালাবের পাশ দিয়ে যাওয়ার সময় জঙ্গলে এক ব্যক্তির লাশ দেখতে পান তারা  ।

সাথে সাথে স্থানীয় বাসিন্দারা  রানিগঞ্জের পাঞ্জাবি মোদ ফান্দি পুলিশকে বিষয়টিকে জানায় । ঘটনাস্থলে এসে , পুলিশ ব্যক্তিটির  দেহ নিয়ে যান । উল্লেখ্য, এর আগেও মঙ্গলপুরের মালা তালাবে একটি মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং আবারও একটি মৃতদেহ পেয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ওই ব্যক্তিটির পরিচয় জানারও চেষ্টা করছে পুলিশ । কীভাবে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ ।

Free Access

 

 

Related Articles