শুরু মাধ্যমিকের ফল ঘোষণা, প্রথম দশে স্থান কাদের?
The announcement of the results of secondary school, who is in the first ten?

The Truth Of Bengal : শুরু হল মাধ্যমিকের ফল ঘোষণার সাংবাদিক সম্মেলন। সল্টলেকের নিবেদিতা ভবনে বৈঠক শুরু করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর ৭লক্ষ ৬৫ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। মাধ্যমিক পরীক্ষার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ। চলতি বছরে মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার তিন মাস আগে ফল প্রকাশ করতে হয়। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার তিন মাস আগে ফল প্রকাশ করতে হয়। আগামী ১২ মে সেই সময় শেষ হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ। চলতি বছরে মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। এ বছর ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল।
মাধ্যমিকে প্রথম দশের মধ্যে রয়েছে ৫৭ পরীক্ষার্থী
প্রথমঃ (৬৯৩) কোচবিহারের চন্দ্রচূড় সেন
দ্বিতীয়ঃ (৬৯২) সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল, জেলা পুরুলিয়া।
তৃতীয়ঃ স্থানে রয়েছেন তিনজন।
দক্ষিণ দিনাজপুর জেলার উদয় প্রসাদ তৃতীয় স্থান অধিকার করেছেন। বীরভূমের পুষ্পিতা বাঁসুরি নিউ ইন্টিগ্রেটেড স্কুল বীরভূম যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। যুগ্ম ভাবে তৃতীয় স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল (৬৯১)।
চতুর্থ ঃ (৬৯০) হুগলির কামাপুকুর রামকৃষ্ণ মিশনের তপজ্যোতি মণ্ডল (৯৮.৫৭ শতাংশ)
পঞ্চম ঃ (৬৮৯) অর্ঘ্যদীপ বসাক, পঞ্চম স্থান অধিকার করেছে, পূর্ব বর্ধমান জেলা (৯৮.৪৩ শতাংশ)।
ষষ্ঠ স্থানে রয়েছে ৪ জন।
ষষ্ঠ : (৬৮৮) কৃষাণু বসাক (৯৮.২৯শতাংশ )। (৬৮৮) মহম্মদ শাহাবুদ্দিন আলি (৯৮.২৯শতাংশ )। (৬৮৮) অলিভ জৈন (৯৮. ২৯ শতাংশ)। (৬৮৮) কৌস্তব শাহু (৯৮. ২৯ শতাংশ)
সপ্তম স্থানে রয়েছে ৩ জন।
( ৬৮৭) অসিফ কমল (৯৮.১৪ শতাংশ )। ( ৬৮৭) আবৃত্তি ঘটক (৯৮.১৪ শতাংশ ) বালুরঘাট গার্লস হাইস্কুল । ( ৬৮৭) অর্পিতা ঘোষ (৯৮.১৪ শতাংশ ) বালুরঘাট গার্লস হাইস্কুলে।
এ ছাড়াও বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের আরত্রীক সৌ, পূর্ব মেদিনীপুরের জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সুপম কুমার রায়, বিবেকানন্দ আশ্রম শিক্ষায়তনের ছাত্র কৌস্তভ মাল, এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আলেখ্য মাইতিও সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে।
অষ্টম স্থানে আছেন ৪ জন।
(৬৮৬) ইন্দ্রানী চক্রবর্তী (৯৮ শতাংশ) পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল। (৬৮৬) দেবজ্যোতি ভট্টাচার্য (৯৮ শতাংশ) বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। (৬৮৬) তনুকা পাল (৯৮ শতাংশ) পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মিশন গার্লস স্কুল। ৬৮৬) হৃদি মল্লিক (৯৮ শতাংশ) নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল।
নবম –
দশম –