বাংলার হেরিটেজ রক্ষায় এগিয়ে আসছে প্রশাসন
The administration is coming forward to protect the heritage of Bengal

The Truth Of Bengal: আপনি কী পোড়ামাটির মন্দির দেখতে চান ? তাহলে আসতেই পারেন বালি দেওয়ানগঞ্জে।যেখানে রয়েছে ৪০০বছরের বেশি পুরনো জোড়বাংলা শিবদুর্গা মন্দির। প্রত্নতত্বের নানা নির্দশন চাক্ষুষ করার জন্য এখনও অনেকে যান এই প্রাচীন জনপদে।
হাওড়ার মতোই রয়েছে হুগলিতেও বালি। আর এই বালি ও দেওয়ানগঞ্জ মিলে তৈরি করেছে এক অনন্য জনপদ। যার অন্দরমহলে লুকিয়ে রয়েছে অপার সৌন্দর্য। বিশেষ করে মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ, এখন যা বিরল, তাই দেখতে পাওয়া যায় এই জোড়বাংলো এলাকায়। অপরূপ স্থাপত্যের নানা নিদর্শন রয়েছে এই অঞ্চলে।যেখানে চোখ রাখলে আপনি অতীতকে ফিরে দেখতে পারেন।বল্লভ সেনের আমলের শিল্পের প্রাচীন কাজের পরিচয় পেতে চলে আসতেই পারেন এই বর্ধিষ্ণু অঞ্চলে।ইতিমধ্যে,পশ্চিমবঙ্গ সরকারের তথ্য, সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে হুগলী নির্মাণ বিভাগের তত্ত্বাবধানে ২০২১-২২ অর্থাবর্ষে এই মন্দিরগুলির সংস্কারের কাজ শুরু হয়।এখন এই নতুন শোভিত মন্দির চাক্ষুষ করার জন্য ইতিহাস-সন্ধানী মানুষ এখানে আসেন।পর্যটনের একটি সম্ভাবনাময় জায়গা হয়ে উঠতে চলেছে এই অখ্যাত জনপদ।
প্রায় ৪০ ফুট উঁচু মন্দিরের চূড়ায় একটি গম্বুজের ওপর ন’টি নবরত্নচূড়া আছে। এই মন্দিরের গায়ে অপূর্ব কারুকার্য। পোড়ামাটি শিল্পকলায় নানা পৌরানিক কথা বর্নিত রয়েছে শিব-দুর্গা মন্দিরে। তাদের মধ্যে কোনওটা সমাজ নিয়ে, কোনওটা দেব-দেবী নিয়ে, আবার কোনওটা উঠে এসেছে ইতিহাসের পাতা থেকে।মন্দিরের সামনে দেওয়ালে রয়েছে পোড়ামাটির পাঁচটি অপূর্ব বড় আকারের মূর্তি, যে গুলিতে দেখা যাচ্ছে, মা দুর্গা তাঁর সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গনেশ দিয়ে হাজির। মন্দিরের ভেতরে প্রবেশ করে সামনের পাশ দিয়ে পেছনে গেলে সিঁড়ি পাওয়া যায় যা শীর্ষে উঠা যায় মন্দিরের। শিব-দুর্গা মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হল, দুর্গা মা ও শিব ঠাকুর পাশাপাশি বসে থাকেন। শিবকে এখানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, তাই মন্দিরের নাম শিব দুর্গা মন্দির, এমনটাই দাবি রাউত পরিবারের। ঠাকুরের পুজো শুরু হয় প্রতিপদে,১০ দিন ধরে পুজো চলে। এই জোড়বাংলা মন্দিরের পাশে বিষ্ণু মন্দির এবং মঙ্গলচন্ডী মন্দির রয়েছে।ইতিহাসবিদরা এই স্থাপত্য কর্মের সংরক্ষণের পক্ষে সওয়াল করছে। তাই বাংলার সরকার হেরিটেজ বাঁচিয়ে রাখতে এগিয়ে আসায় শিল্প-বোদ্ধা মানুষ তার তারিফ করছেন।