রাজ্যের খবর

শিলিগুড়িতে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন কমিটির পঞ্চদশ বার্ষিক সম্মেলন

The 15th annual conference of the North Bengal Priest Development Committee was held in Siliguri.

Truth Of Bengal: রবিবার শহর শিলিগুড়িতে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন কমিটির পঞ্চদশ বার্ষিক সম্মেলন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ-সহ উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন কমিটির সম্পাদক, সভাপতি থেকে শুরু করে সকল সদস্যরা।

বলা যায়, অনুষ্ঠানের একই মঞ্চে দেখা গেল মেয়র গৌতম দেব ও বিধায়ক শঙ্কর ঘোষকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, ‘পুরোহিতরা তাঁদের বেশ কিছু কথা বললেন, পরে এই নিয়ে কথা হবে। আমি বছরে সাড়ে তিন হাজার অনুষ্ঠানে উপস্থিত থাকি। আর এখানে পুরোহিতরা আমাকে ডেকেছেন, তাঁদের অনুষ্ঠানে এসেছি।

তাঁরা বেশ কিছু কথা বলেছে, আমি অবশ্যই সেই সব বিষয় নিয়ে কথা বলব।’ বিজেপির বিধায়কের সঙ্গে মঞ্চ ভাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে বিষয়ে আমি কিছু জানি না। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, অনুষ্ঠানে আমি এসেছি। যাঁরা এখানকার উদ্যোক্তা, তাঁরা তাঁকে ডেকেছেন। কাকে ডেকেছেন আর কাকে ডাকেননি, আমি তো তার খোঁজ নিয়ে আসিনি। আমি আমার মত বক্তব্য রাখলাম। এরপর অন্য প্রোগ্রামে যাব।’

অপরদিকে এই বিষয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটাই তো হওয়া উচিত। রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের যে মাইন্ড সেটআপ সেখানে এই ধরনের ঘটনা ব্যতিক্রম। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে আমাদের মেয়র সাহেব উজ্জ্বলভাবে উপস্থিত থাকেন।

কিন্তু রাজ্য সরকারের অনুষ্ঠানে সেই সুযোগ আমাদের হয় না। তবে এটা হওয়া উচিত। পুরোহিতদের সম্মেলনে উনি, আমি একই সময় এসেছি। এক সঙ্গে বসেছি। উনি আমার সিনিয়র লিডার, বয়সজনিত কারণেও আমি উনাকে সবসময় সম্মান করি। এর মধ্যে রাজনীতি খোঁজাটাই অন্যায়।’

Related Articles