মালিককে খুনের চেষ্টা ভাড়াটিয়ার ! কেন ? কোন উদ্দেশ্যে ?
Tenant trying to kill the owner! Why? For what purpose?

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : বাড়িতে একা পেয়ে বৃদ্ধ দম্পতিকে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে হাওড়া পোদরা শিবতলাতে।
সূত্রের খবর, হাওড়া জেলার অন্তর্গত পোদরা শিবতলাতে সন্তু মন্ডল নামে এক ব্যক্তি তার পরিবারের সাথে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে ছিলেন না। তার অভিযোগ, বৃহস্পতিবার রাতে হঠাৎ তার স্ত্রী ফোন করে বাড়ি ফিরে আসতে বলেন। তিনি বাড়ি ফিরে দেখেন তার বাবা মা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়িতে একজন দুষ্কৃতি হঠাৎ সন্তুদের বাড়িতে ঢুকে সন্তুর স্ত্রী কে ধারালো ছুরি নিয়ে আক্রমণ করেন। তখন বৌমাকে বাঁচাতে এগিয়ে যান সন্তুর মা সুলতা রাণী মন্ডল এবং বাবা চন্ডী চরণ মন্ডল, তাদের ওপরেও ধারালো ছুরির কোপ মারে শরীরের একাধিক জায়গাতে । এরপর চিৎকার চেচামিতে আশপাশের বাসিন্দারা বিরিয়ে পড়লে, পালানোর চেষ্টা করলে হতে নাতে ধরে পড়ে যায় যিশু নামে এক ব্যক্তি।
পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত যিশু পরামানিক কে তুলে দেওয়া হয় সাঁকরাইল থানার পুলিশের হাতে । রক্তাক্ত অবস্থায় সন্তুর মা সুলতা রাণী মন্ডল ও বাবা চন্ডী চরণ মন্ডল কে কাছেই বেসরকারি হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে। এই ঘটনা আগে কখনো না ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন
প্রসঙ্গত, সন্তুর অভিযোগ, যিনি এই কান্ড ঘটিয়েছেন সে যিশু প্রামানিক। ২ বছর আগে তাদের বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় কাঠ মিস্ত্রী হওয়ার সুবাদে কাঠের আসবাবপত্র তৈরির জন্য অর্ডার দেওয়া হয়। কিছু টাকা অগ্রিম দেওয়া হয়। ভাড়া উঠে গেলেও অর্ডার দেওয়া জিনিস দিতে না পারার জন্য অগ্রিম টাকা ফেরত চাওয়া হয়। এই নিয়ে মাস ছয়েক আগে তুমুল বচসা হয়। সন্তুর অভিযোগ,এই কারণেই ওই বৃদ্ধ দম্পতির ওপরে এই হামলা।