রাজ্যের খবর

“মাসে দশ হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিতে হবে” দাবি কংগ্রেস প্রার্থীর

"Ten thousand rupees per month should be given to Lakshmi Bhandar," claimed the Congress candidate

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস :  লক্ষীর ভান্ডার এক হাজার টাকা না ,করে দশ হাজার টাকা করার দাবি বীরভূম লোকসভা জোটের কংগ্রেসের প্রার্থীদের মিল্টন রশিদ এদিন তিনি লক্ষী ভান্ডার কে হাতিয়ার করে বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি করছেন। তার দাবি মুখ্যমন্ত্রী দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার ১ হাজার টাকা করে। তার প্রতিবাদ জানাচ্ছি এরূপ বক্তব্য রাখেন মিল্টন রশিদ সাঁইথিয়া।

জোটের নেতৃত্বে ভোট প্রচারের মিছিলে সাঁইথিয়া ইউনিয়ন বোর্ডের সামনে তিনি জন সাপেক্ষে কে বক্তব্য রাখতে গিয়ে দাবি তোলেন। লক্ষীর ভান্ডার নিয়ে আমরা আন্দোলন তুলবো যাতে মুখ্যমন্ত্রী এই লক্ষী ভান্ডার মহিলাদের এক হাজার টাকার বদলে ১০০০০ টাকা করে । এছাড়াও একাধিকবার তার মুখে শোনা গেছে কংগ্রেস সরকারের প্রতিশ্রুতি তিনি বলেন কংগ্রেসের সরকার গঠন হলে বছরে এক লক্ষ টাকা করে লক্ষী ভান্ডার পাবে মা বোনেরা।

অবশেষে তার বক্তব্য কে দুই রাজনৈতিক দলের মধ্যে রসিকতার কথা বলে জানাচ্ছেন ।অপরদিকে বিজেপির দাবি তারা সরকারের আগে আসুক তারপর তারপর লক্ষী ভান্ডার বৃদ্ধি করবে। অপরদিকে তৃণমূলের দাবি মাসে 10000 টাকা হলে এছাড়াও এক লক্ষ টাকা করে বছরে যদি দেয় লক্ষ্মীর ভান্ডার তাহলে তাকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখতে বলুন বছরের কত কোটি টাকা হচ্ছে। এছাড়াও একাধিক তার বিরুদ্ধে তার বক্তব্যের বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল এবং বিজেপি। তবে জন সাপেক্ষে তার প্রচারের ময়দান গরম করতে বিভিন্ন রকম বক্তব্য রাখতে দেখা গেছেন বীরভূম লোকসভার জোটের প্রার্থী মিল্টন রশিদের।

Related Articles