রাজ্যের খবর
হাইকোর্টে বিজেপি নেত্রী পিয়ালীর সাময়িক স্বস্তি
Temporary relief for BJP leader Piyali in the High Court

The Truth of Bengal : পিয়ালী কে আপাতত হেফাজতে নিতে পারবে না পুলিশ। হাইকোর্টের সন্দেশখালি বিজেপি নেত্রী পিয়ালী দাস ওরফে মাম্পির সাময়িক স্বস্তি। নতুন মামলায় পিয়ালীকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। । সন্দেশখালির স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাসকে সাতদিনের জেল হেফাজতে পাঠিয়েছে বসিরহাট আদালত। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিয়ালি দাস। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত-এর এজলাসে ছিল এই মামলার শুনানি।মাম্পি দাসের বিরুদ্ধে নিম্ন আদালতে ১২ দিনের জেল হেফাজত ও নতুন মামলায় গ্রেপ্তারের আবেদন করেছিল পুলিশ। কিন্তু হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিল শনিবার পর্যন্ত নতুন কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে পরবর্তী শুনানি।