জেলাশাসকের কার্যালয়ের সামনে চাকুরিহারা শিক্ষকদের বিক্ষোভ!
Teachers protest in front of District Magistrate's office

Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুর: সুপ্রিম নির্দেশে চাকরি হারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক- শিক্ষিকারা। এই পরিস্থিতিতে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে শুক্রবার বিকেলে বিক্ষোভ দেখালেন চাকুরিহারা শিক্ষকেরা। তাদের দাবি, তারা যোগ্য শিক্ষক! কিন্তু তা সত্তেও আজ তারা চাকুরিহারা। এর জন্য রাজ্য সরকারকেই সরাসরি দায়ী করেন তারা। তাদের বক্তব্য, তারা রাজনীতির সবীকার হয়েছেন। বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল অবৈধ বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করে চাকরি বাতিল করেছে।
যার ফলে শুক্রবার থেকেই কর্মহারা হয়েছেন রাজ্যের প্রায় ২৫,৭৫২ জন শিক্ষক শিক্ষিকা। দিশেহারা হয়েই মেদিনীপুরের কর্মহারা শিক্ষকরা শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা ক্যালেক্টরেট এবং জেলা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান। পাশাপাশি আগামীকাল থেকে পরিবার নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানালেন তারা।
এদিন কালেক্টরেটের মোড়ে ডিএম গেটের সাকনে অবস্থান করার পর প্রতীকি পথ অবরোধও করেন কালেক্টরেট মোড়ের রাস্তায়। যেখানে গাড়ির সামনে শুয়েও বিক্ষোভ দেখান চাকুরিহারা শিক্ষকেরা।