ডিমডিমা চা বাগানে বেতনের দাবিতে ফ্যাক্টরি ঘেরাও চা শ্রমিকদের
Tea workers surround factory in Dimdima tea garden demanding salary

Truth of Bengal: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ডিমডিমা চা বাগানে আর্থিক বঞ্চনার শিকার হয়ে চরম ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। দীর্ঘ আড়াই মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙেছে। শ্রমিকরা ফ্যাক্টরির সামনে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেছেন।
শ্রমিকদের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দিন গড়াচ্ছে, কিন্তু সংসার চালানোর মতো ন্যূনতম অর্থ জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে তাঁদের। অনেকেই জানিয়েছেন, সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন খাবার জোগাড় করাও দুঃসাধ্য হয়ে উঠেছে।
এক নারী শ্রমিকের কণ্ঠে বিষাদের সুর— “সকাল থেকে খালি পেটে কাজ করতে পারি না। ছোট ছোট বাচ্চাগুলো খিদেতে কাঁদে। কতদিন আর সহ্য করব?”
শ্রমিকদের আশঙ্কা, যদি পরিস্থিতির দ্রুত কোনও সমাধান না হয়, তাহলে পরিবার নিয়ে টিকে থাকাটাই হয়ে উঠবে অসম্ভব। তাঁদের একমাত্র দাবি, দ্রুত আড়াই মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক, না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে।
চা বাগান কর্তৃপক্ষ এখনও কোনও প্রতিক্রিয়া না জানালেও, স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে শ্রমিকদের তরফে। এই আন্দোলন নতুন করে চা বাগান অঞ্চলের শ্রমজীবী মানুষদের দুঃখ-কষ্টকে সামনে এনে দিল।