মেলেনি মজুরি, নকশালবাড়ির অটল চা বাগানে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চা শ্রমিকদের
Tea workers protest at Atal Tea Garden in Naxalbari for not getting their wages

Truth Of Bengal: পাঁচ সপ্তাহ ধরে মজুরি না মেলায় শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির অটল চা বাগানে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চা শ্রমিকদের। এদিন সকাল থেকেই কাজ বন্ধ রেখে শ্রমিকেরা ম্যানেজারের কার্যালয় এসে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও বিষয়টি এই বিষয়ে বাগানের ম্যানেজার নবীন কুমার জোশি জানান, শ্রমিকদের মজুরি দিতে না পারায় তিনিও ব্যথিত। তবে দ্রুত মজুরি দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
পাঁচ সপ্তাহ ধরে মেলেনি মজুরি। আর তার জেরেই নকশালবাড়ির অটল চা বাগানে কাজ বন্ধ রেখে বিক্ষোভ চা শ্রমিকদের। এই বিষয়ে চা শ্রমিক দিলিপ মুন্ডা বলেন, “আমাদের একটাই সমস্যা শুধুমাত্র আমাদের মজুরি। তার কারণ পাঁচ সপ্তাহ ধরে আমরা আমাদের প্রাপ্য মজুরি পাচ্ছি না। আমাদের বড় সাহেব সব সময় বলে এই সপ্তাহে দিব, ওই সপ্তাহে দিব এরকম করে পাঁচ সপ্তাহ হয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত আমাদের প্রাপ্য টাকা পায়নি। তার জন্যই আমরা আজকে আজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছি।”
অপর চা শ্রমিক কমলা দিবি বলেন, “পাঁচ সপ্তাহ হয়ে গেল কিন্তু আমরা আমাদের প্রাপ্য টাকা পাইনি। পরিবার কি করে দিন গুজরান করবে? শুধুমাত্র রেশনের চাল খেয়েই কি সংসার চলেনা যায়। প্রতিটি বাড়িতে পড়ুয়া রয়েছে তার জন্য স্কুলকে ফিস দিতে হয়। সেই সঙ্গে যারা ক্ষুদ্র ঋণ নিয়েছেন তাদেরকে সপ্তাহে ঋণ পরিশোধ করতে হয়। এমতাবস্থায় এক সপ্তাহ চালানো যেতে পারে। কিন্তু এক্ষেত্রে পাঁচ সপ্তাহ ধরে মজুরি নেই। অবিলম্বে বাগান কর্তৃপক্ষকে আমাদের প্রাপ্য মজুরি দিতে হবে তা না হলে আমরা এভাবেই কাজ বন্ধ রাখবো।”
বাগানের ম্যানেজার নবীন কুমার জোশি জানান, “শ্রমিকদের মজুরি দিতে না পারায় তিনিও ব্যথিত। তবে দ্রুত মজুরি দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। শুধুমাত্র আর্থিক অনটনের জন্য মজুরি আটকে রয়েছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।”