হুগলীর বন্যা পরিদর্শনে শুভেন্দু অধিকারী, দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী
Suvendu Adhikari visited the Hooghly flood and handed over relief materials to the victims

Truth Of Bengal : আরামবাগ : সৌভিক গোস্বামী : বন্যা পরিদর্শনে হুগলীর পুরশুড়া ও খানাকুলে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। শুভেন্দু অধিকারী এলাকা ছাড়তেই ত্রাণ না পেয়ে বিক্ষোভ দুর্গতদের।
জানা গেছে, বন্যা পরিদর্শন করতে প্রথমে পুরশুড়ার বিডিও অফিস সংলগ্ন এলাকায় যান বিরোধী দলনেতা। বন্যা পরিদর্শনের পাশাপাশি দুর্গতদের হাতে ত্রিপল ও ত্রাণ তুলে দেন তিনি। সেখানে উপস্থিত হয়ে তিনি দাবি করেন তারা ক্ষমতায় এলে এই এলাকায় আর বন্যা হবে না। মুখ্যমন্ত্রী এই বন্যাকে ম্যান মেড বন্যার তত্ত্ব দিয়েছিলেন সেই বিষয়েও উত্তর দেন তিনি। যদিও বিরোধী দলনেতা পুরশুড়া এলাকা ছাড়ার পরেই ত্রাণ না পেয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।
তাঁদের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে ত্রাণ, ত্রিপল দেওয়া হলেও তা সেখানে উপস্থিত সব দুর্গতদের দেওয়া হয়নি। যাদের কুপন দেওয়া হয়েছিল তাদেরই ত্রাণ দেওয়া হয়েছে বলে অভিযোগ। যারা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদেরই ত্রাণ, ত্রিপল দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তাঁদের সকলকেই পরপর ত্রাণ দেওয়া হবে। পুরশুড়ার পর খানাকুলে যান বিরোধী দলনেতা।
খানাকুলের রাধাবল্লভপুর এলাকায় গিয়ে বন্যা পরিদর্শন করার পাশাপাশি সেখানেও কয়েক হাজার মানুষের হাতে ত্রাণ তুলে দেন তিনি। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাশাপাশি বন্যা মোকাবিলার জন্য দলমত নির্বেশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা গুলিকেও এগিয়ে আসার জন্য আবেদন জানান তিনি।