অপরাধ কমাতে ইলেকট্রনিক্স সাইকেলে নজরদারি, গ্রিন উইনার্স টিমের তৎপরতা বাড়ছে
Surveillance on electronic bicycles to reduce crime, Green Winners team's activities are increasing

Truth Of Bengal: মালদায় অপরাধ কমাতে জেলা পুলিশের নজরদারিতে ব্যবহার করা হচ্ছে গ্রিন উইনার্স টিম। পরিবেশবান্ধব ইলেকট্রনিক্স সাইকেলে চড়ে নজরদাররা পৌঁছে যাচ্ছেন শহরের নানা প্রান্তে। অলি-গলি থেকে রাজপথ,সবপ্রান্তেই গ্রিন উইনার্সদের তত্পরতা বাড়ায় সাধারণ মানুষের ভরসা বাড়ছে। সকলেই সাধুবাদ জানাচ্ছে এই উদ্যোগকে।
নারী নির্যাতনের ঘটনা শূন্যে নামিয়ে আনতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে,বিহার-উত্তরপ্রদেশের তুলনায় এই রাজ্যে অপরাধ অনেকটাই কম।এনসিআরবি রিপোর্টে স্পষ্ট,বাংলায় অপরাধের ঘটনা বেশ নিম্নমুখী।তবুও ব্যতিক্রমী হিংসার ঘটনা বা নারীদের হেনস্থার ঘটনা পিছু ছাড়ছে না।বিশেষ করে মালদায় কাউন্সিলর খুন সহ কয়েকটি ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
নারী নিরাপত্তায় যাতে কোনও শঙ্কা না থাকে সেজন্য এরমধ্যে মহিলা পুলিশদের নিয়ে তৈরি করা হয়েছে উইনার্স টিম। এবার মালদায় গড়া হল গ্রিন উইনার্স টিম।এই টিমের সদস্যরা প্রতিদিন ইলেকট্রনিক্স সাইকেলে চলে রাজপথ থেকে অলিগলি সর্বত্র নজর রাখছেন।পরিবেশবান্ধব এই সাইকেলের মাধ্যমে একদিকে যেমন জ্বালানির খরচ কমছে,তেমনই আবার ঘন্টায় ২০কিলোমিটার গতিবেগে সাইপ্রাইজ ভিজিটে নেমে পড়ছে এই গ্রিন উইনার্স টিম। অভিনব এই ভাবনা গৌড়বঙ্গের মানুষের সুরক্ষায় বড় সহায়ক ভূমিকা পালন করছে বলেও অনেকের অভিমত।
ইংরেজবাজার, পুরাতন মালদা পুরসভার পাশাপাশি শহরকেন্দ্রিক যেসব থানাগুলি রয়েছে, প্রথম পর্যায়ে সেখানেই ১০টি করে ইলেকট্রনিক্স এই সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছে জেলা পুলিশ। প্রতিদিনই পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের একটি টিম ইলেক্ট্রনিক সাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় টহলদারি চালাতে তত্পর। মালদার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানিয়েছেন, প্রথম পর্যায়ে আপাতত দুটি পুরসভা ছাড়াও শহরকেন্দ্রিক তিনটি থানা মোট পাঁচটি থানার এই ইলেকট্রনিক্স সাইকেল দেওয়া হয়েছে। বিভিন্ন থানায় গ্রীন উইনার্স টিম তৈরি করেই পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারেরা সাইকেলে টহলদারি চালাবেন।
অপরাধ দমনের ক্ষেত্রে এই ইলেকট্রনিক্স সাইকেলের গুরুত্ব রয়েছে বলেও মনে করা হচ্ছে। কারণ, মটর বাইক অথবা স্কুটির মতোন কাজ করে এই ইলেকট্রনিক্স সাইকেল। গতি একটু কম থাকলেও সেটা যথেষ্ট। ফলে গ্রীন উইনার্স টিম তৈরি করেই আপাতত পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারেরা অপরাধ দমনে নজরদারি চালানোর ক্ষেত্রে ইলেকট্রনিক্স সাইকেল ব্যবহার করবেন। মালদা জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মালদা জেলাবাসী।