‘সুপ্রিম’ ধাক্কা শিক্ষক সংগঠনের, খারিজ বদলি সংক্রান্ত মামলা
'Supreme' strikes teachers' union, dismisses transfer case

Truth Of Bengal: মাধ্যমিক স্তরের শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় শিক্ষক সংগঠন ‘সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে। তাদের দায়ের করা মামলাটি শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে। বৃহস্পতিবার মামলার রায়ে বলা হয়, বদলির বিষয়ে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। এর ফলে, সরকার ইচ্ছে করলে যেকোনো জেলায় শিক্ষকদের বদলি করতে পারে এবং শিক্ষকদের সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে।
বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে শিক্ষক সংগঠন এসটিইএ বদলি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বিরোধিতায় মামলা করেছিল। তাদের অভিযোগ ছিল, ২০১৭ সালের এক সংশোধনী ব্যবহার করে ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আইন ১৯৯৭’-এর একটি ধারা পরিবর্তন করে শিক্ষকদের দূরে বদলি করা হচ্ছে। এই ধারা পরিবর্তনের ফলে ১০ সি ধারা চালু হয়, যা প্রশাসনিক বদলির ধারা। এই ধারা অনুযায়ী, রাজ্য সরকার চাইলে যেকোনো সময় শিক্ষকদের যেকোনো জায়গায় বদলি করতে পারে, এবং এই সিদ্ধান্ত এসএসসি-র মাধ্যমে কার্যকর হবে।
এসটিইএ-র আপত্তি ছিল এই বদলি নিয়ে। তারা এই বিষয়ে মামলা করেছিল, যা প্রায় এক বছর আগে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই আর্জি খারিজ হয়ে যায়, এবং বিচারপতিরা স্পষ্ট করে দেন যে, এসএসসি প্রয়োজন মতো যেকোনো জেলায় শিক্ষকদের বদলি করতে পারে।
বদলি নিয়ে শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। তারা এই বিষয়ে বারবার আদালতের শরণাপন্ন হয়েছিলেন। জেলার স্কুলগুলিতে শিক্ষক-পড়ুয়ার অনুপাত ঠিক না থাকায় পড়াশোনা প্রভাবিত হত। বিচারপতিদের মতে, শিক্ষার মান বজায় রাখতে এবং পরিবেশ উন্নত করতে শিক্ষক বদলি প্রয়োজন। পরবর্তীতে, শীর্ষ আদালত শিক্ষকদের বদলি নিয়ে ‘আপত্তি’ নাকচ করে দেয়।