দেশরাজ্যের খবর

আজ নব নিযুক্ত প্রধান বিচারপতির বেঞ্চেই আর জি কর মামলার সুপ্রিম শুনানি

Supreme Court to hear RG Kar case today in newly appointed Chief Justice's bench

Truth Of Bengal: প্রায় একমাস তিনদিন পর আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার বেঞ্চে আরজিকর মামলা উঠতে চলেছে। সম্ভবত আজই শুনতে পারে আরজিকরের এই হাই প্রোফাইল মামলা । গত আগস্ট মাসে সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় মামলা করেছিল দেশের শীর্ষ আদালত।

এর আগেই মামলা ছিল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জে বি পার্দিয়ালার এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। গত চার মাস ধরে শীর্ষ আদালতের এই মামলা চলার পর এই প্রথমবার নতুন বেঞ্চে শুনানি প্রক্রিয়া হতে চলেছে। শুনানি তে বিরোধীদের যাবতীয় দাবি ও আবেদন উড়িয়ে আরজিকর মামলার বিচার প্রক্রিয়া শিয়ালদাহ আদালতের চালিয়ে যাওয়া ও সিবিআই তদন্তে সবুজ সংকেত দিয়েছিল সুপ্রিম কোর্ট।

গত নভেম্বরে সুপ্রিম কোর্টের তরফে চার সপ্তাহ বাদে সিবিআইকে তদন্তের সপ্তম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছি। বলা হয়েছিল রাজ্যের দায়ের করা সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত হলফনামা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে। আজ আবার এই শুনানি নব নিযুক্ত প্রধান বিচারপতির বেঞ্চে হতে চলেছে। আজ শুননি প্রক্রিয়া কি হয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Related Articles