মৃৎশিল্পীদের সহযোগিতা রাজ্য সরকারের, শান্তিপুরের মৃৎশিল্পকে চাঙ্গা করা উদ্যোগ
Support of potters by State Govt

The Truth of Bengal: এতদিন কার্যত ধুকছিল নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্প। এই শিল্পের দুরবস্থার কথা বারবার সম্প্রচারিত হয়েছিল সংবাদমাধ্যমে। মৃৎশিল্পীরা তাদের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন। এবার এই মৃৎশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প দফতর। শান্তিপুরের মৃৎশিল্পীদের নিয়ে এক আলোচনা ও প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পর চেয়ারম্যান তথা বিধায়ক কল্লোল খাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রানাঘাট এসডিও রৌনক আগরওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন, শান্তিপুরের বিধায়ক ও চেয়ারম্যান সহ এক ঝাঁক প্রশাসনিক কর্তা। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, রাজ্য সরকার মৃৎশিল্পীদের নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। একদিকে যেমন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে অন্যদিকে আর্থিক সহযোগিতাও করা হবে।
এই কর্মশালায় এসডিও রৌনক আগরওয়াল জানান, মৃৎশিল্পীরা যাতে আরও নতুন কিছু তৈরি করতে পারেন তার জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মূলত আর্থিক কারণে এতদিন কার্যত ধুঁকছিল শান্তিপুরের মৃৎশিল্প। এখানকার মাটির পুতুল বিশ্ববিখ্যাত। এবার সরকারি সাহায্য পেয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন এখানকার মৃৎশিল্পীরা। আগামী দিনে রাজ্য সরকার এখানকার পুতুল কিনে দেশ-বিদেশে রফতানি করবে। তাতে করে অনেকটাই এগিয়ে যাবে এই শিল্প।