স্বর্গ হয়ে উঠেছে সুন্দরবন, মিলল ১৫৪ প্রজাতির পাখির খোঁজ
Sundarbans has become a paradise, 154 species of birds found

Truth Of Bengal: মৌ বসু: জীববৈচিত্র্যে ঠাসা সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান সুন্দরবনে দেখা মেলে হরিণ, কুমীর, কামট, নানান প্রজাতির সরীসৃপের পাশাপাশি পাখির। ক্রমশ পাখিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে সুন্দরবন। ২২ থেকে ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় তৃতীয় সুন্দরবন বার্ড ফেস্টিভ্যালের। সেই ফেস্টিভ্যাল উপলক্ষে সমীক্ষায় সুন্দরবনে খোঁজ মিলেছে ১৫৪ প্রজাতির পাখির। স্বাভাবিক ভাবেই ভীষণ খুশি পক্ষীবিশারদ ও পাখিপ্রেমীরা।
জানা গেছে, ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সুন্দরবনে যে সুন্দরবন বার্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় তাতে ৪০ জন বার্ডওয়াচার (যাঁরা পাখির প্রজাতির খোঁজ রাখেন) ৬টি আলাদা আলাদা দলে ভাগ হয়ে পক্ষী সমীক্ষা করেন। মোট ৩১,৯২৬ পাখি গোনা হয়েছে। এর মধ্যে ৫১ প্রজাতির পরিযায়ী পাখি আর ১০৩ প্রজাতির দেশি ভারতীয় পাখির খোঁজ মেলে।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকার মধ্যে ১০০ প্রজাতির খোঁজ মিলেছে কোর এরিয়ায়, ৯০ প্রজাতির পাখির খোঁজ মিলেছে বাফার জোনে। সুন্দরবনের সংরক্ষিত এলাকার বাইরে ১২৯ প্রজাতির পাখির খোঁজ মিলেছে। মাতলা জঙ্গল এলাকায় ১০৮ প্রজাতির পাখির খোঁজ মিলেছে। ৯৫ প্রজাতির পাখির খোঁজ মিলেছে কলস জঙ্গল এলাকায়। সজনেখালি জঙ্গল এলাকায় ৬৪ প্রজাতির পাখির খোঁজ মিলেছে। ন্যাশনাল পার্ক ওয়েস্ট এলাকায় ৮১ প্রজাতির আর ন্যাশনাল পার্ক ইস্ট এলাকায় ৭০ প্রজাতির আর বসিরহাট এলাকায় ৭৩ প্রজাতির পাখির খোঁজ মিলেছে।
তৃতীয় সুন্দরবন বার্ড ফেস্টিভ্যালে ইউরেশিয়ান কারলিউ, ব্রাউন উইঙ্গড কিংফিশার, ব্ল্যাক-ক্যাপড কিংফিশারের মতো ১২ রকমের বিরল প্রজাতির পাখির খোঁজ মিলেছে। এছাড়াও গ্রে প্লোভার, টেরেক স্যান্ডপাইপার, কমন রেডশ্যাঙ্কের মতো নানান প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে। এছাড়াও তৃতীয় সুন্দরবন বার্ড ফেস্টিভ্যালে ৪৫ রকমের ওয়েডার ও শোর, ৮ রকমের র্যাপ্টর, ৯১ রকমের ফরেস্ট বার্ড, ৩ রকমের ওয়াটারফাউল ও ৭ রকমের আলাদা প্রজাতির পাখির খোঁজ পেয়েছেন পক্ষীবিশারদরা।
এদিকে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, এবছর পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে সুন্দরবনে। ১২ রকমের বিরল প্রজাতির পাখির দেখা মিলেছে। ২০২৩ সালে প্রথম সুন্দরবন বার্ড ফেস্টিভ্যালে ১৪৫ রকমের পাখির প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছিল। মোট ৫০৬৫ পাখির খোঁজ মিলেছিল। দ্বিতীয় সুন্দরবন বার্ড ফেস্টিভ্যালে ২০২৪ সালে ১৩৫ রকমের পাখির প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছিল। মোট ৮৮৮৬ পাখির খোঁজ মিলেছিল। এবার তৃতীয় বার্ড ফেস্টিভ্যালে দেখা গেল পাখির সংখ্যা অনেকটাই বেড়েছে ভারত ভূখণ্ডের অন্তর্গত সুন্দরবনে।