রাজ্যের খবর

নববর্ষে বস্ত্রদানের মাধ্যমে শান্তির বার্তা প্রদান সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর

Sundarbans Development Minister sends message of peace through clothing donation on New Year's Day

Truth Of Bengal: আজ নববর্ষ। চারিদিকে চলছে এই দিনের নানান তোড়জোড়। সেই দিনের উদযাপনে সামিল হলেন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকাবাসীরাও। মঙ্গলবার এই বাংলা দিবস উদযাপনের মধ্য দিয়ে নতুন বছরে সকলকে মিষ্টিমুখ করালেন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী নববর্ষ অর্থাৎ, পহেলা বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসেবে উদযাপন করার ঘোষণা করা হয়েছিল।

মঙ্গলবার গঙ্গাসাগরের রুদ্রনগর পহেলা বৈশাখের দিনে বাংলা দিবস দিনটিকে উদযাপন করা হল। সেখানে উপস্থিত ছিলেন, সুন্দরবন উন্নয়ন  মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ-সভাপতি স্বপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্রসহ একাধিক জনপ্রতিনিধিরা। প্রদীপ জ্বালানোর পর দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। এর পাশাপাশি ওই অনুষ্ঠানে আসা সমস্ত পথ চলতি মানুষদেরকে মিষ্টিমুখ করিয়ে দেশবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেন।

Related Articles