রাজ্যের খবর

ভুয়ো ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি স্ক্রুটিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর

Sundarbans Development Minister scoutini door-to-door in search of fake voters

Truth Of Bengal: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। এই আবহে মাথাচাড়া দিচ্ছে ভুয়ো ভোটার । জেলায় জেলায় চলছে তল্লাশি। এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ভুয়ো ভোটারের সন্ধানে ময়দানে নামলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা।

বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে স্কুটিনি করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। আর সেখানেই উঠে আসে ভুয়ো ভোটারের খোঁজ। অভিযোগ উঠেছে,  গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের খানসাহেব আবাদ গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছতেই মন্ত্রীর নজর পড়ে ৫৯ নম্বর বুথে ভোটার তালিকায় নাম রয়েছে রাজু শেখের। আর এই নামে এলাকায় কেউ থাকে না এটি ভুয়া ভোটার। তা দেখা মাত্রই সরব হয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।

এই  প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, ‘যারা অভিযোগ করছে তাদের সঙ্গে সাধারণ মানুষের কোন জনসংযোগ নেই। বিজেপি একসময় দাবি করেছিল যে সাগর বিধানসভায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। মৃত মানুষের ভোট নিয়ে সাগর বিধানসভার বিধায়ক ভোটে জয়লাভ করেছে। কিন্তু বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি দায়িত্ব নিয়ে বলছি যখন থেকে সাগর বিধানসভা তৈরি হয়েছে তখন থেকে সাগর বিধানসভায় নির্বাচনের সময় কোন অশান্তির পরিবেশ তৈরি হয় না।  অবাদ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ভোট দিতে বাধা এবং বুথ জাম করা কোন কিছুই এই বিধানসভায় এখন পর্যন্ত হয়নি।‘ ইতিমধ্যেই ২০২৫ সালে  সাগর বিধানসভায় নতুন ভোটার লিস্টে মৃত মানুষের নাম গুলি বাদ গিয়েছে। পুরনো ভোটার লিস্ট নিয়ে বৃথা রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা। এমনটাই দাবি তুলেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা।

Related Articles