রাজ্যের খবর

বাঁধে ভেঙে প্লাবিত এলাকা  

 Sundarban River Errosion

The Truth of Bengal: নদীবাঁধ ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকে জলমগ্ন হল এলাকা। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকটি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রায়মঙ্গল নদীর একদিকে স্লুইস গেট নষ্ট হওয়ার পাশাপাশি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে।

শনিবার ভোররাতে নদী বাঁধ ভেঙে নোনা জল গ্রামের ক্ষেতের মধ্যে মধ্যে ঢুকে গিয়েছে। এ ছাড়াও এই অঞ্চলের আমবেড়িয়া, কেদার চক, স্বরূপকাঠিসহ বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। ফলে আতঙ্কিত এলাকার মানুষ।স্থানীয় তৃণমূলনেতৃত্বের দাবি, কেন্দ্রের থেকে টাকা না মেলায় বহু কাজ বন্ধ হয়ে রয়েছে।

নদীবাঁধ মেরামতির কাজও রয়েছে, সেই তালিকায়।সুন্দরবনের বিস্তীর্ণ জুড়ে রয়েছে একাধিক নদী।বেতনি, রায়মঙ্গল, ছোট কলা গাছি, ইছামতি, গৌড়েশ্বর, ডাসাসহ একাধিক নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত বাঁধ মেরামতি না করলে বড়োসড়ো বিপদের মুখে পড়তে হতে পারে সুন্দরবনের বাসিন্দাদের।

Related Articles