রাজ্যের খবর

২২ এপ্রিল থেকে পড়তে পারে গরমের ছুটি ! বড়সড় ঘোষণা করবে রাজ্য ?

Summer vacation can be read from April 22! Big announcement state?

The Truth Of Bengal : গ্রীষ্মের দাবদাহে দগ্ধ বঙ্গবাসী। ঊর্দ্ধমুখী তাপমাত্রার জেরে নাজেহাল জনজীবন। আর এবার ২২ এপ্রিল থেকে স্কুলগুলিতে পড়তে পারে গরমের ছুটি, এমন খবরই প্রকাশ্যে আসছে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে হয়তো খুব শীঘ্রই হতে পারে এই বড়সড় ঘোষণা। পাশাপাশি, বেসরকারি স্কুলগুলোকেও গরমের ছুটি আগিয়ে আনার আর্জি জানাতে পারে রাজ্য সরকার। উল্লেখ্য, লোকসভা ভোটের জন্য এবার গরমের ছুটি বাড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতি বছর সাধারণত ১০ দিন গরমের ছুটি পায় স্কুল পড়ুয়ারা।

এবার তা বাড়িয়ে ২২ দিন করা হবে বলে জানিয়েছিল পর্ষদ। পর্ষদের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসের ৬ তারিখ থেকে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল। চলার কথা ছিল ২ জুন পর্যন্ত। এছাড়া, বাংলায় যেহেতু সাত দফায় নির্বাচন। তাই যে যে কেন্দ্রে যেখানে যেখানে ভোট রয়েছে, সেই সেই দিন সেখানকার স্কুল বন্ধ রাখার কথাও বলা হয়েছিল। আর সব মিলিয়ে, রাজ্য সরকার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিলে যে স্কুল পড়ুয়াদের অনেক উপকার হতে চলেছে, এই প্রখর গরম থেকে রেহাই পেতে চলেছে, তা বলাবাহুল্য।

Related Articles