রাজ্যের খবর

Success Story : ডাল দিয়ে তৈরি ভারতের ম্যাপ! হস্তশিল্পে এবার নয়া চমক অজয়ের

Success Story : Map of India made of pulses! Handicraft is a new surprise of Ajay

Truth Of Bengal : মালদা : অভিষেক দাস : – রাত পোহালেই স্বাধীনতা দিবস। আগামীকাল ১৫ আগস্ট। দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবার দ্বাদশ শ্রেণীর ছাত্র নিজের হাতে তৈরি করল মসুর ডাল চাল সহ বিভিন্ন সামগ্রিক দিয়ে ভারতের ম্যাপ। আর এই দেখেই বাড়িতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা।

ছাত্রের এই কাজে প্রশংসাও করছেন তারা। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বেশ নাম অর্জন করেছে অজয় বিশ্বাস নামে ওই ছাত্র। এই ছাত্র কখনো বাড়িতে গাছে, কখনো থ্রিডি ছবি কখনো বিভিন্ন গায়ক গায়িকা সহ বিভিন্ন নামিদামী ব্যক্তিদের ছবি এঁকে নাম অর্জন করেছেন।

আর এবার স্বাধীনতা দিবস উপলক্ষে মসুর ডাল ও চাল দিয়ে ভারতের ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছে হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর এলাকার অজয় বিশ্বাস নামের ওই ছাত্র। যদিও তার ইচ্ছে ছোটবেলা থেকেই ছবি আঁকা সেই ছবি আঁকা কে আঁকড়ে ধরে আগামী দিনে বড় হতে চাই সে অজয়ের আঁকা তেমনি ছবি ধরা এখন বেশ ভাইরাল।

দেশ ভক্তির বিভিন্ন সময় বিভিন্নভাবে উদযাপন করতে দেখা যায় অন্যদিকে এই যুবক প্রতিবছরই কিছু না কিছুর মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করে থাকে। নতুনত্ব উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রশংসা ও করছেন তার আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা।

Related Articles