রাজ্যের খবর

উপ-নির্বাচনের প্রচারে প্ররোচনা ছড়ান শুভেন্দু কমিশনে ডেপুটেশন তৃণমূলের

Subhendu Commission deputation instigates Trinamool to campaign for by-election

Truth Of Bengal: ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপ-নির্বাচন। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে ভোট রয়েছে। সেই ভোটের প্রচারে নেমেছে সব দলই। এবার বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগ উঠল। সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে ডেপুটেশন দেন। তাঁদের দাবি, আদর্শ আচরণ বিধিকে মান্যতা দিয়ে ঘৃণা ভাষণ বন্ধ করতে হবে।

গত ৯ নভেম্বর নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অযথা বাংলাদেশ প্রসঙ্গ টেনে  ঘৃণাভাষণ দেন।সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করেছেন–এমনই নানা অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিনিধিরা ডেপুটেশন দেন।তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ, শিল্প-বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, শুভেন্দু অধিকারীকে ‘সেন্সর’ করুক কমিশন।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ধর্মের নামে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি। ৬টা বিধানসভা উপ-নির্বাচনে পরাজিত হবে জেনেই বিজেপি এমন উস্কানিমূলক প্রচার করছে। প্রচার শেষ হয়ে গেল মানেই সবটাই শেষ তা নয়। নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাম্প্রদায়িক কথা বলে আপনি ধরানোর চেষ্টা করছে বিজেপি।সাংবাদিক সম্মেলনে দাবি করেন তৃণমূলের প্রতিনিধিরা।

তাঁদের আরও অভিযোগ,রাজ্যের উপ-নির্বাচনে জেতার জন্য ‘প্রতিহিংসার বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে’। ‘নির্বাচনী আচরণ বিধি ভেঙেছেন শুভেন্দু অধিকারী’, ‘নির্বাচনের মাঝে ধর্মীয় ভেদাভেদের চেষ্টা চলছে’। এর জন্য তৃণমূল নেতৃত্বের দাবি, ‘শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে’। তৃণমূল কংগ্রেসের নেতারা  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি রেখেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে।

Related Articles