সুবর্ণ গোস্বামী বদলি দার্জিলিংয়ে, চর্চায় উঠে এল আরজি কর আন্দোলনের ঘটনা
Subarna Goswami transferred to Darjeeling, incident of RG movement comes to light

Truth Of Bengal: আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা রাজ্য। এই ঘটনার অভিঘাত এতটাই ছিল যে, রাজ্য ছাড়িয়ে সারা দেশে এই নিয়ে তোলপাড় চলেছে। দিকে দিকে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকারা। শুধু তাই নয় আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে নেমেছিলেন চিকিৎসকদের একটা বড় অংশ। রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে সামিল হয়েছিলেন। বিপাকে পড়েছিল স্বাস্থ্য ব্যবস্থা। আর এবার তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদের অন্যতম মুখ ডক্টর সুবর্ণ গোস্বামীকে করা হল বদলি।
সুবর্ণ গোস্বামী বদলি দার্জিলিং-এ, বিজ্ঞপ্তি স্বাস্থ্য দফতরের pic.twitter.com/FoVmySNxy4
— TOB DIGITAL (@DigitalTob) March 20, 2025
স্বাস্থ্য দফতরের তরফে জানান হয়েছে, ডক্টর সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। বর্তমানে দার্জিলিং টিবি হাসপাতালের সুপারিনটেনডেন্ট, দার্জিলিং ইফেক্ট সহ দার্জিলিং ইফেক্টের দায়িত্ব পালন করবেন। আর তাতেই বেশ ক্ষুব্ধ ডক্টর সুবর্ণ গোস্বামী। তিনি দাবি করেছেন, প্রতিহিংসাবশত দার্জিলিংয়ে এই বদলি করা হয়। তবে কী কারণে সুবর্ণকে বদলি করা হয়েছে তা এখন স্পষ্ট নয়। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তাঁকে রুটিন বদলি করা হয়েছে। এরসঙ্গে আরজি করের কোন যোগ নেই।
উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা গোটা দেশকে হতবাক করেছিল। এখন এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে সঞ্জয় রায় আজীবন কারাদন্ডিত। এরপর সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। এই আবহে এদিন আরজি করের নির্যাতিতা তরুণীর ‘ডেথ সার্টিফিকেট’ বাড়ি এসে দিয়ে গেলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।