রাজ্যের খবর

বর্ষায় স্কুলের জল যন্ত্রণা, জল সরাতে তৎপর পুরসভা

Students are not coming to collect water in the school compound

The Truth of Bengal: বৃষ্টির জলে তলিয়ে যাচ্ছে স্কুল। বন্ধ রয়েছে মিডডেমিলের রান্না। স্কুল কমপাউন্ডে জল জমায় আসছে না পড়ুয়ারা। ব্যাহত হচ্ছে পঠনপাঠন। উঃদিনাজপুরের  ইসলামপুরের লোকনাথ নগর প্রাথমিক বিদ্যালয়ের এই জলবন্দি অবস্থা দেখে ক্ষুব্ধ অভিভাবকরা। স্থানীয় কাউন্সিলর এই সমস্যা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৃষ্টি হলেই মাথায় হাত পড়ে উঃদিনাজপুরের ইসলামপুরের লোকনাথ নগর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ার। কারণ অতিবৃষ্টিতে জলের তলায় তলিয়ে যায় ১৩ নম্বর ওয়ার্ডের এই পুরনো স্কুলটি। নীচু জায়গা হওয়ায় স্কুল কমপাউন্ডে দেদার ঢোকে জল।জল থৈথৈ স্কুলে পড়াশোনা করতে আসতে চায় না পড়ুয়ারা। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতোই উঃদিনাজপুরেও বৃষ্টি হয়। লাগাতার বর্ষণে ক্যাম্পাস কার্যতঃ জলবন্দি হয়ে পড়েছে। যারজন্য স্কুলের শিক্ষকরা বেকায়দায় পড়েন।এই অবস্থায় পড়াশোনা লাটে উঠেছে।বন্ধ হয়ে পড়েছে মিডডেমিলের রান্নার কাজ।

স্থানীয় বাসিন্দারা এই জলমগ্ন অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তাঁরা বিহীত চান। প্রশাসন জরুরি ভিত্তিতে এই নীচু এলাকায় থাকা স্কুলের জমা জল সরানোর ব্যবস্থা করুক,চান এলাকাবাসী। প্রতিবছরই বর্ষা এলে দিনের পর দিন বন্ধ থাকে স্কুল। ৭দিন-৮দিন থেকে ১০দিন পর্যন্ত স্কুল বন্ধ হয়ে যায়। অভিভাবকরা জ্বর-সর্দির ভয়ে আর পড়ুয়াদের স্কুলে পাঠান না। ফিবছরের এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় মানুষ।

তাই শিক্ষার  সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুরাহার স্বার্থে জনপ্রতিনিধিরা কিছু করুক চাইছেন অনেকে। জমাজলের সমস্যা নিয়ে সবপক্ষই উদ্বিগ্ন। কাউন্সিলর এবিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। মূলতঃ বিহারে জল পাস না হওয়ায় এভাবে ইসলামপুরে জল জমে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। ইসলামপুর পুরসভার ইঞ্জিনিয়াররা গিয়ে  স্কুলের জায়গা পরিদর্শন করেন।কিভাবে জল সরানো যায় সেকথাই পুরপ্রশাসন ভেবে চিন্তে দেখছে।

Related Articles