কলেজে ভর্তির জন্য পোর্টালে আবেদন করুন পড়ুয়ারা, প্রচারে নামল রাজ্য সরকার
Students apply on the portal for college admission, the state government launched a campaign

The Truth Of Bengal: স্নাতকে ভর্তিতে স্বচ্ছতা আনতে চায় রাজ্য সরকার। সেজন্য কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল চালু করেছে শিক্ষা দফতর। পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা সর্বোচ্চ ২৫টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। এই পোর্টালের মাধ্যমে বিনামূল্যে ভর্তির ফর্ম পূরণ করা যেতে পারে। পড়ুয়া স্থানীয় ব্লক স্থানীয় কিয়স্কে গিয়েও ফর্ম পূরণ করতে পারবেন।
এবার পড়ুয়াদের পোর্টাল সম্পর্কে সচেতন করতে এগিয়ে এল রাজ্য সরকার। প্রতি কলেজে খোলা হবে ‘হেল্প ডেস্ক’। সেখান থেকে পড়ুয়ারা অনলাইনে এই আবেদন করতে পারবেন। তাই রাজ্যের কলেজ পড়ুয়াদের স্বচ্ছভাবে ভর্তি হওয়ার জন্য এই বিকল্প পথ অনুসণ করার কথা তুলে ধরেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের এই লাগাতার প্রচারের জেরে হয়রানি কমবে বলে আশা ছাত্রসমাজের।
উল্লেখ্য, এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। পাস করেছেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন পড়ুয়া। এই বিপুল সংখ্যক পড়ুয়াদের ভর্তি যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য প্রচারে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। একইসঙ্গে আগামীদিনে কলেজে কলেজে ভিড় বা হেনস্থা কমাতে এই অনলাইন পদ্ধতি বড় কাজ দেবে বলে আশা করছেন উচ্চ শিক্ষায় প্রত্যাশী ছাত্র-ছাত্রীরা