রাজ্যের খবর

কলেজ ইউনিয়ন রুমে মদ খাচ্ছেন ছাত্র নেতা! ভাইরাল ভিডিয়ো

Student leader drinking alcohol in college union! Viral video

Truth Of Bengal: কোচবিহার জেলার তুফানগঞ্জ কলেজে ক্ষমতার অপব্যবহারের ছবি সামনে এল। কলেজ ইউনিয়নের রুমে বসে মদ খাচ্ছেন তৃণমূল ছাত্র নেতা! একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমন‌ই দাবি করেছে বিজেপি। এদিকে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা দাবি করেন যে, এই ভিডিয়ো এআই দিয়ে বানানো হয়েছে।

সম্প্রতি তুফানগঞ্জের বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ কলেজে টিএমসিপি নেতা ধিমান দেউরি মদ খাচ্ছেন তাও আবার কলেজের ছাত্র সংসদের রুমে বসে। তার সামনে একটি বোতল ও ক্লাসে রঙিন তরল দেখা যাচ্ছে। এই ভিডিও বর্তমানে ভাইরাল।

অভিযুক্ত ধীমান এই ভিডিয়োকে এআই দিয়ে বানানো বলে দাবি করলেও স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব এটাকে ভুয়ো বলতে নারাজ। এই ঘটনায় স্থানীয় টিএমসিপি নেতা জানান, এই ভাইরাল ভিডিও সততা যাচাই করা হবে আর যদি এই ভিডিয়ো সত্য প্রমাণিত হয় তবে তা উচ্চ নেতৃত্বকে জানানো হবে। তৃণমূল ছাত্র পরিষদ এই সকল বিষয়ে কখনোই সমাধান করে না। অপরদিকে এই ভিডিয়ো সত্য হলে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ দেবাশিষ চট্টোপাধ্যায়।

Related Articles