রাজ্যের খবর

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলেই আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর 

Student attempted suicide at school during y higher secondare examination

The Truth Of Bengal : উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের শৌচাগারে আত্মহত্যা চেষ্টা এক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটে নদিয়ার করিমপুর সেন পাড়া উচ্চ বিদ্যালয়ে। স্কুল সূত্রে খবর, অচৈতন্য অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে করিমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু, কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সেই ছাত্রী, তা নিয়ে  ধোঁয়াশা রয়েছে ।

পরীক্ষা চলাকালীন স্কুলের শৌচাগারে যায় সে। অনেক ক্ষণ হয়ে গেলেও সে না ফেরায় সন্দেহ হয় বন্ধুদের। ডাকাডাকির পরেও না বেরোনোয় পুলিশে খবর দেওয়া হয়। তারপর বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তারা । সাথে সাথে করিমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে । আপাতত সে চিকিৎসাধীন আছে । তবে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে ।

পুলিশ সূত্রে জানা যায় , ছাত্রীটি প্রথমে ব্লেড দিয়ে হাত কাটে। তার পর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।

Free Access

Related Articles