ডুয়ার্সে ঝড়ে বড় গাছ উপড়ে পড়ে রাজ্য সড়ক অবরুদ্ধ
Storm in Dooars uproots large trees, blocks state highway

Truth of Bengal: জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলে বৃহস্পতিবার রাতভর চলা প্রবল ঝড়-বৃষ্টির কারণে জনজীবন খানিকটা ব্যাহত হয়। দিনের বেলায় প্রচণ্ড গরমের পর, রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই শুরু হয় দমকা হাওয়া ও মুষলধারে বৃষ্টি। এই সময় প্রাকৃতিক দুর্যোগের ফলে চালসা-মেটেলি রাজ্য সড়কে কিলকোট চা বাগান সংলগ্ন এলাকায় একটি বড় গাছ উপড়ে পড়ে।
উক্ত গাছটি হঠাৎ করে রাস্তার উপর ভেঙে পড়ায় সম্পূর্ণ রাস্তাটি অবরুদ্ধ হয়ে যায় এবং দুই পাশে বহু যানবাহন আটকে পড়ে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। সৌভাগ্যক্রমে, গাছ পড়ার সময় রাস্তায় কোনো যানবাহন না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয় প্রশাসন। প্রথমে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং পরে চালসা রেঞ্জের বনকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় গাছটি কেটে ফেলা হয় এবং রাস্তাটি দ্রুত পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ালেও প্রশাসনের দ্রুত পদক্ষেপের কারণে বড় কোনও বিপর্যয় ঘটেনি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই অঞ্চলে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।