রাজ্যের খবর

পুলিশি অভিযানে উদ্ধার চোরাই ব্যাটারি, গ্রেফতার ৩

Stolen batteries recovered in police operation, 3 arrested

Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : বেশ কয়েকদিন ধরে রাস্তার পাশে থাকা গাড়ি পার্কিং করা অবস্থায় থাকলেই একটি চোরের চক্র সক্রিয় হয়ে ওঠে। এই সকল গাড়ি পার্কিং থাকাকালীন তার থেকে ব্যাটারি চুরি করে নেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বারবার সদাইপুর থানার পুলিশের কাছে অভিযোগ আসছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অবশেষে পুলিশ সদাইপুর থানা এলাকায় তিনজন চোর সহ ১২ টি চুরি যাওয়া গাড়ির ব্যাটারি উদ্ধার করে। ঘটনায় সদাইপুর থানা পুলিশ তিনজন চোরকে গ্রেফতার করে সিউড়ি আদালতে নিয়ে আসে। অপরদিকে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা তার তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ।

Related Articles