কলকাতারাজ্যের খবর

জল চুরি নিয়ে কড়া রাজ্য, ১১,২০০ অভিযোগ জমা পড়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

State strict on water wastage 1200 complaints received, says CM

Truth Of Bengal: কল আছে, কিন্তু জল নেই—এই অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছে রাজ্যে। জলস্বপ্ন প্রকল্পের কাজ নিয়ে সোমবার পিএইচই দপ্তরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিলেন, অনিয়ম আর বরদাস্ত করা হবে না।

জল চুরি রুখতে কড়়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। সোমবার পিএইচই-র সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয় বিধানসভায়। জল অপচয় ও চুরি রুখতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা নিয়ে পর্যালোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে জানান, জলস্বপ্ন প্রকল্পে ১১,২০০টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৫০০টি এফআইআর হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “জল উঠবে না জেনেও কল বসানো হচ্ছে। কেন একজন ঠিকাদারকে একাধিক বরাত দেওয়া হচ্ছে? কেন পাম্প অপারেটর নিয়োগ করা হয়নি?”

এদিন বৈঠকে তিনি আরও জানান, কাজ শেষ না করে আর আগাম টাকা দেওয়া হবে না। কাজের রিপোর্ট পেশ না করলে কোনও অর্থ ছাড় হবে না বলে সাফ জানিয়ে দেন। এর পাশাপাশি, তিনি প্রশ্ন তোলেন একাধিক আধিকারিক ও ঠিকাদারের বিরুদ্ধে, যাঁরা নাকি বেআইনি ভাবে মুনাফা লুটছেন।

কারচুপির অভিযোগে ২৩ জন আধিকারিককে শোকজ করা হয়েছে। একইসঙ্গে ৩৭৩টি ঠিকাদার সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য প্রশাসন পদক্ষেপ নিচ্ছে।

যে সব ক্ষেত্রে অভিযোগ এসেছে, কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পাইপলাইন কেটে দেওয়া হয়েছে। জেলায় জেলায় পিএইচই আধিকারিকরা অভিযান চালাচ্ছে। এই প্রক্রিয়া চলতেই থাকবে। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁদের দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। জেলাশাসকরা জানান, পরিদর্শন চলছে এবং কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর এই কঠোর সিদ্ধান্তে পরিষ্কার, রাজ্য সরকার জলস্বপ্ন প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। জল চুরি ও বেনিয়ম রুখতে প্রশাসন কড়া নজরদারি চালাবে।

Related Articles