তৃণমূল কংগ্রেস আসলে ঐক্যবদ্ধ পরিবার, মতভেদ উড়িয়ে দিয়ে একথা জানালেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি
State President Subrata Bakshi dismissed the rumours

The Truth Of Bengal : চব্বিশের মহারণে নামতে হবে। বিজেপির মতো শক্তিকে লড়াইতে হারানোর জন্য কোনও মতভেদ চলবে না দলে। তৃণমূল স্তরের নেতা-কর্মীদের বারবার বার্তা দিয়েছেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও নানামুখ সামনে আনার চেষ্টা লক্ষ্য করা যায় কোনও কোনও মহল থেকে। প্রবীণ-নবীণের সমাহারেই যে তৃণমূলের সুর বাঁধতে হবে সেকথা বারবার স্পষ্ট করেছেন জননেত্রী। মুখ যেই হোন,সংগঠনের বিকাশে সবার আগে অগ্রাধিকার দিতে হবে।
এই সাংগঠনিক মেলবন্ধনের কথা উঃ২৪পরগণার কর্মীসভা থেকে স্পষ্ট করার পরেও তৃণমূল কংগ্রেস মনে করছে, বিরোধীদের মতোই সংবাদমাধ্যমের একাংশ মতভেদের কথা প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আগে এককাট্টা লড়াইয়ের কথা তুলে ধরলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দলীয় অবস্থান স্পষ্ট করতে গিয়ে শীর্ষ নেতৃত্ব জানান| সংবাদমাধ্যমের একাংশে একথা প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পাশাপাশি সুব্রত বক্সি আরও বলেন, নতুন প্রজন্মকে তুলে আনার টার্গেট নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবীন প্রবীণের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে চব্বিশে দিল্লিতে বদলের ডাক যে জোরদার করা হবে তাও স্পষ্ট করেছেন দলীয় মুখপাত্রও মন্ত্রী পার্থ ভৌমিক। নেৃত্বের তরফে আরাও জানানো হয়েছে, বিরোধী শক্তির সমস্ত প্ররোচনাকে পাশে সরিয়ে রেখে ২৪-র ডাকে সামিল হতে তৈরি তৃণমূল পরিবারের সদস্যরা। ১জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ আরও একবার নিতে চান তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা।
FREE ACCESS