বনগাঁয় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪- ২৫
State Para Badminton Championship 2024-25 to be held at Bangaon

Truth Of Bengal: বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের নিয়ে রাজ্য প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত সীমান্ত শহর বনগাঁয়। রাজ্য প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর ২৪ পরগনার বনগাঁর ১২’র পল্লী স্পোর্টিং ক্লাব ও বনগাঁ পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ ঘোষের সহযোগিতায় ১২’র পল্লী স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে ২০২৫ সালের ১৩-১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।
মঙ্গলবার রাজ্য প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ভাস্কর মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বনগাঁ পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ ঘোষ। তিনি বলেন, এবছর আমরা রাজ্য প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ ১২ র স্পোর্টিং ক্লাব এবং কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজন করতে চলেছি।
রাজ্য প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আমাদেরকে অনুমতি দিয়েছে। ৭০ থেকে ৭৫ জন অ্যাটলিট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। বনগাঁর ইতিহাসে এই সর্বপ্রথম এমন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ।