রাজ্যের খবর
মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের
State financial assistance to the families of the deceased fishermen

Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী : মৃত মৎস্যজীবীদের বাড়িতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। গত শুক্রবার রাতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে গোবিন্দ ট্রলারটি উল্টে যায় এবং ৯ জন মৎস্যজীবী নিখোঁজ হন। গতকাল ট্রলারটি উদ্ধার করার পর ৮ জনের মৃতদেহ পাওয়া যায় এবং ১ জনের খোঁজে তল্লাশি চলছে। আজ মথরাপুর লোকসভার এমপি বাপি হালদার মৃত মৎস্যজীবীদের পরিবারের কাছে সমবেদনা জানাতে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেন। এমপিকে দেখে মৃতের পরিবারের মহিলারা কান্নায় ভেঙে পড়েন।
মৃতদেহ সৎকার ও অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য এবং কিছুদিন সংসার চালানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে এমপি বাপি হালদার প্রত্যেকটি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন।