আবাস যোজনা নিয়ে সতর্ক রাজ্য, কর্মীদের কড়া নির্দেশ পঞ্চায়েতমন্ত্রীর
State alert on housing scheme, Panchayat Minister gives strict instructions to workers

Truth Of Bengal: Saif Khan: আবাস যোজনার তালিকা প্রণয়নে আরও সতর্ক হচ্ছে রাজ্য। নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা প্রস্তুতে সরকারি কর্মীদের দায়িত্বশীল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রভাব প্রতিরোধের জন্য জারি করা হয়েছে নানা শর্ত এবং সরকারি কর্মীদের সতর্ক করা হয়েছে।
পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “তালিকা নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে সরকারি কর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। তাদের কাজে আরও সচেতন হতে বলা হয়েছে।” নবান্ন থেকে জেলাগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। উপভোক্তাদের সঠিক তথ্য যাচাইয়ের জন্য বহুস্তরীয় পর্যালোচনা হবে।
এবার তালিকা যাচাইয়ে বিভিন্ন থানার ওসিদের যুক্ত করা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি দল গঠন করা হবে, যেখানে সরকারি আধিকারিকরা থাকবেন। এই দল পঞ্চায়েতের তালিকা সংগ্রহ করে ঘরে ঘরে গিয়ে যাচাই করবে এবং ভিডিওগ্রাফি করবে। স্বচ্ছতা নিশ্চিত করতে গ্রামসভা আয়োজন করা হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের পর তিন স্তরে পুনরায় যাচাই হবে। বিডিও, মহকুমা শাসক, জেলাশাসকরা যে কোনও নাম নিয়ে যাচাই করতে পারবেন।
রাজ্যস্তরের আধিকারিকরা চাইলে গ্রামে গিয়ে তালিকার নামের সত্যতা যাচাই করতে পারেন। তালিকা নিয়ে কোনও আপত্তি থাকলে তা বিডিও অফিসে জানানো যাবে। অভিযোগ পাওয়ামাত্র পাঁচ কাজের দিনের মধ্যে তা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগকারীকে জানানো হবে।
উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর তা প্রকাশ করা হবে। তারপর যে কেউ অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। নবান্ন জানিয়েছে, তালিকায় কোনও ভুয়ো নাম পাওয়া গেলে তা ইচ্ছাকৃত বলে ধরা হবে এবং সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে গাফিলতির জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।