কলকাতারাজ্যের খবর

হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে SSC

SSC in Supreme Court challenging the High Court order

The Truth Of Bengal: হাই কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC। এর আগে রাজ্য সরকার এই মামলার কলকাতা হাইকোর্টের আগের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলা ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও চাকরির বৈধতা নয় বলে জানিয়ে দেন বিচারপতি দেবাংশু বসাক ও মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে। বাতিল হয়ে গেল ২৩ হাজার ৭৫৩ জনের চাকরি। শুধু তাই নয়, ১২ শতাংশ সুদ সহ এতদিনের সব বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের প্রতিলিপি আজই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছে। হাই কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “রায়ে খুশি নই। সুপ্রিম কোর্টে আবেদন করব। রায়ের সম্পূর্ণ কপি না পেলে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। কীভাবে আবেদন করব, সে বিষয়ে এখনই কিছু বলব না।” তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ার সিবিআই অনুসন্ধান চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কমবেশি ৫ হাজার জনের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল। আইনসংগতভাবে তাঁরা চাকরি পাননি বলেই জানিয়েছিল সিবিআই। কলকাতা হাই কোর্টেও এর আগে বেশ কয়েকজনের সুপারিশপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। তা বাতিল করাও হয়েছিল। সিবিআই আরও তথ্য জানায়, আমরাও জানিয়েছিলাম তার ভিত্তিতেই এদিন নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে খুব কঠোর সিদ্ধান্ত।” কী কারণে কার চাকরি গেল, তা সবিস্তারে আগে জানা প্রয়োজন বলে জানান এসএসসি চেয়ারম্যান। তার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে রাজ্য সরকার এই মামলার কলকাতা হাইকোর্টের আগের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলা ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এদিন মামলার রায় ঘোষণায় বিচারপতিদের ডিভিশন বেঞ্চ আরও জানিয়ে দেয়, দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের সুপারিশে বা নির্দেশে যে সরকারি আধিকারিকরা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন, সিবিআই চাইলে তাঁদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে। সেক্ষেত্রে আদালতের আলদা করে কোনও অনুমতি নিতে হবে না। এসএসসি-কে আদালতের নির্দেশ, অবিলম্বে যে ওএমআর শিট বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়নি, সেগুলি দ্রুত আপলোড করতে হবে। উত্তরপত্র যাতে সকলে দেখতে পান, সেই ব্যবস্থাও করতে হবে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related Articles