বিগ ব্রেকিং: পিছিয়ে গেল এসএসসির শুনানি, পরবর্তী শুনানি কবে জানুন
SSC hearing postponed, next hearing next Monday

The Truth of Bengal: সুপ্রিম কোর্টে স্থগিত রইল SSC মামলা। আগামী সোমবার পরবর্তী শুনানি। যোগ্যদের হয়ে জোর সওয়াল আইনজীবীদের। আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই মামলা শোনে। কলকাতা হাই কোর্টে চাকরি বাতিলের রায় হওয়ার এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে ওঠে এসএসসি মামলা। কলকাতা হাই কোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে মামলা করে এসএসসি ও রাজ্য। এখন বিষয়টি দেশের শীর্ষ আদালতের বিচারাধীন।
আগের সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয়। এই রায়ে চাকরি হারান ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। হাই কোর্টের এই রায়ের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। মামলা করে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ।
আজ দুপুর ১২টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার কথা। এই মামলার শুনানিতে কী হয়, এখন সেদিকে তাকিয়ে সব মহল। রাজ্যের হয়ে সওয়াল করতে পারেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও কপিল সিব্বল। অন্যদিকে, চাকরিহারাদের হয়ে সওয়াল কোর্টে পারেন আইনজীবী মুকুল রোহতগি। সিবিআইয়ের হয়ে লড়তে পারেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা।