রাজ্যের খবর

জমি হাতাতে সক্রিয় মাটি মাফিয়ারা, বিষ দিয়ে জমির ফসল নষ্ট

Spoil the crops of the land with poison

The Truth of Bengal: কয়েক মাস আগে হুগলির ভদ্রেশ্বরের শ্বেতপুর এলাকার বেশ কিছু আম গাছ পুড়িয়ে নষ্ট করে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার এখনও তদন্ত চলছে। এবার সেই হুগলিতে আবার একই রকম ঘটনা। হুগলির সুগন্ধা পঞ্চায়েতের অন্তর্গত পুরুষোত্তমবাটি গ্রামে চাষের জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠল। আগে গ্রামের দিকে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠত।

কিন্তু এবার চাষের জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠল। মাটি মাফিয়া বা প্রোমোটারদের কাজ বলে মনে করছেন চাষিরা। জমি মালিকদের অভিযোগ, এখন তাদের জমিতে ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুটি, বিনস সহ বিভিন্ন ধরনের ফসল আছে। সেই ফসল বিষ দিয়ে মেরে ফেলা হল। পরিণত ফসল মাঠেই নুস্ত হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চাষিরা।

যে বা যারা আছে এই কাজের পেছনে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি উঠেছে। এই এলাকার জমি অত্যন্ত উর্বর। এখন সেই জমিতে নজর পড়েছে মাটি মাফিয়াদের। যারা এইসব জমি থেকে মাটি কেটে নিয়ে অন্যত্র বিক্রি করে দেয় সেই মাফিয়ারা। সেই মাটি মাফিয়ারা জমি না পেয়ে চাষিদের এই ভাবে উত্ত্যক্ত করছে। যাতে তারা বাধ্য হয়ে জমি তুলে দেয় ওই মাফিয়াদের হাতে। যে ভাবে রাতের অন্ধকারে ঘাস মারা বিষ দিয়ে জমির ফসল নষ্ট করা হয়েছে তাতে ক্ষুব্ধ চাষিরা। ওই মাটি মাফিয়াদের শাস্তির দাবি তুলেছেন তারা।

Related Articles