ডুয়ার্সে গড়ে উঠল বিশেষ মিউজিয়াম! পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ
Special Museum in Dooars

The Truth of Bengal: বাঙালির কাছে পর্যটনের অন্যতম আকর্ষণের জায়গা ডুয়ার্স। ফি বছর বহু পর্যটক ডুয়ার্সে ঘুরতে আসেন। পাহাড়, জঙ্গল, নদী, বণ্যপ্রাণীর সমাহার দেখতে পাওয়া যায় এখানে। যার টানে বার বার ছুটে আসেন পর্যটকরা। ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রকৃতির নিজের হাতে গড়া অপরূপ সৌন্দর্য। পর্যটনের মরসুমে সেই সব স্থানগুলি পর্যটকদের গন্তব্য হয়ে ওঠে। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের কাছে সুপরিচিত নাম লাটাগুড়ি। গরুমারা জঙ্গলের পাশাপাশি এবার পর্যটকদের নজর কাড়তে লাটাগুড়িতে তৈরি হয়েছে মিউজিয়াম। আদিবাসী, নেপালি, রাভা সহ ডুয়ার্সের বিভিন্ন জনজাতির হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে।
লাটাগুড়ির বাসিন্দা মঙ্গল কোরা কয়েকজনের সহযোগিতায় এই মিউজিয়ামটি গড়ে তুলেছেন। যার নাম দেওয়া হয়েছে ‘ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল মিউজিয়াম’। এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও লাটাগুড়ি রেলগেট সংলগ্ন বিচা ভাঙা বস্তি এলাকায় তিন কক্ষ বিশিষ্ট এই মিউজিয়ামটি ইতিমধ্যেই নজর কাড়ছে পর্যটকদের। অনেক সময় ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে এসে বন্য জন্তুদের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয় পর্যটকদের। পাশাপাশি বর্ষার এই মরসুমে জঙ্গল বন্ধ থাকার ফলে অনেকেই কোথায় ঘুরবেন ভেবে পান না। এবার এই মিউজিয়ামে এলে পর্যটকদের হতাশা অনেকটাই কাটবে বলে আশাবাদী মঙ্গল কোরা।
মিউজিয়ামের সংরক্ষিত জিনিসগুলির বেশিরভাগই কাঠ ও বাঁশের তৈরি। যার মধ্যে রয়েছে, বিভিন্ন জনজাতির মুখোশ, বাঁশি সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। এই মিউজিয়ামের দেওয়ালে আঁকা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ডুয়ার্সের বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক চিত্র। ডুয়ার্সের বিভিন্ন জনজাতির লুপ্তপ্রায় হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র স্থান পেয়েছে এখানে। মিউজিয়ামে দেখা মিলবে বিভিন্ন জনজাতির সাজ পোশাক, অলংকার এমনকী ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এখান থেকে ডুয়ার্সের জনজাতিদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যাবে। তিন মাস বন্ধ থাকার পর আগামী ১৬ সেপ্টেম্বর জঙ্গল খুলে যাবে। তখন আনুষ্ঠানিকভাবে এই মিউজিয়াম উদ্বোধন করা হবে। তবে এখন চাইলে পর্যটকরা ঘুরে যেতে পারেন এই মিউজিয়াম থেকে। ডুয়ার্সের পর্যটন মানচিত্রে এই মিউজিয়ামটি এবার আলাদা জায়গা করে নেবে বলেই আশাবাদী পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে মিউজিয়ামের প্রতিষ্ঠাতা।