নবী দিবসের উদ্দেশ্যে রাজনগর থানায় বিশেষ বৈঠক
Special meeting at Rajnagar police station for Prophet's day

Truth Of Bengal: ১৫ সেপ্টেম্বর নবী দিবস। ওই দিন রাজনগর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় পালিত হবে বিশ্ব নবী দিবস, সেদিন মুসলিম সম্প্রদায়ের মানুষ পদযাত্রা থেকে শুরু করে শোভাযাত্রা বের করেন। সেসব যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় তার জেরেই বিশেষ বৈঠকের আয়োজন করে রাজনগর থানা। ইতিমধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ সহ এলাকার প্রতিনিধিদের ডেকে বৈঠক সেরেছেন রাজনগর থানার পুলিশ। সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস উপলক্ষে রাজনগর এলাকায় সাফাই অভিযান চলে। হাসপাতালে ফল মিষ্টি বিতরণ সহ একাধিক কর্মসূচি করা হয়।
সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সুন্দর শুভযাত্রা বের করা হয়। সকলের উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। মিটিং শেষে ইসলামের তরফ থেকে মোহাম্মদ শরীফ ও শান্তি কমিটির তরফ থেকে প্রদীপ দে জানান রাজনগর এলাকায় শান্তিপূর্ণভাবে সকল ধর্ম নির্বিশেষে সমস্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করা হয়, ভবিষ্যতেও করা হবে। বলা হয়েছে, কুরবানী থেকে শুরু করে মহরম এবং এই নবী দিবস যাতে শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যেই দুই কমিটিকে ডেকে এদিন বৈঠক করলেন রাজনগর থানার ওসি শামিম খান।